পাবনায় অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে এক ব্যক্তির ১৯ বছরের জেল

0
26

অবৈধভাবে অস্ত্র ও গুলি রাখার অপরাধে সাগর আলী মিন্টু (৪০) নামের এক ব্যক্তিকে ১৯ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ মোঃ রোস্তম আলী জনাকীর্ণ আদালতে এই রায় দেন। দন্ডপ্রাপ্ত মিন্টু পাবনা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে

আদালত সুত্র জানায়, পুলিশ অভিযান চালিয়ে ২০০৭ সালের ৩০ নভেম্বর সাগর আলী মিন্টুকে একটি পাইপ গান ও ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। ওই দিনই সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় তাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ ২০০৭ সালের ১২ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানী ও ৬ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ বিচারক আসামী সাগর আলী মিন্টুকে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১২ বছর এবং গুলি রাখার দায়ে ৭ বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শাহজাহান আলী খান এবং আসামী পক্ষে অ্যাডভোকেট আব্দুল বারেক মামলা পরিচালনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here