কালীগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ি দম্পতি আহত

0
0

গাজীপুরের কালীগঞ্জে ডাকাতদের মারধরে ও ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যবসায়ী দম্পতি আহত হয়েছে। গুরুতর আহত ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম রমজান আলী (৫০)। সে কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি কালীগঞ্জের হা-মীম গ্রুপ ইন্ডাস্টিয়াল পার্কে (সাবেক মসলিন কটন মিলস) এলাকায় হোটেল ব্যবসা করেন।

এলাকাবাসি ও আহতের স্বজনরা জানান, মঙ্গলবার ভোর রাতে কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের হোটেল ব্যবসায়ী রমজানের বাড়ীতে মুখোশ পরা ১০/১২ জনের একটি ডাকাত দল হানা দিয়ে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতরা ওই বাড়ীর অন্যান্য ঘরের দরজা বাহির থেকে আটকে দেয়। পরে তারা অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে মালামাল লুট করার চেষ্টা করলে রমজান ও তার স্ত্রী বাধা দেয়। এসময় ডাকাতরা রমজান ও তার স্ত্রী রোজিনা আক্তারকে মারধর করতে থাকে। বাড়ীর লোকজনের চিৎকারে প্রতিবেশীরা জেগে উঠে মাইকে ঘোষণা দিয়ে এগিয়ে আসতে থাকে। এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে রমজানের হাতে ও বুকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত রমজানকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাহমিদা আক্তার জানান, গুরুতর আহত রমজানকে ঢামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। স্থানীয় আশরাফুজ্জামান বলেন, সম্প্রতি ভাদার্ত্তী গ্রামে ডাকাতদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত ১৫ দিনের মধ্যে এ গ্রামের সন্তোষ ও লিখনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ফলে ডাকাতদের ভয়ে গ্রামবাসী নির্ঘুম রাত কাটাচ্ছে। এব্যপারে কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, ডাকাতির এসব ঘটনা জানা নেই। এছাড়াও এ ব্যাপারে কেউ থানায় কোন অভিযোগ করে নি। তবে অভিযোগ পেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here