প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাবনায় এমপিওভূক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আনন্দর‌্যালি

0
33

এমপিওভূক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বৈশাখি ভাতা ও বাৎসরিক ৫% ইনক্রিমেন্ট চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পাবনায় আনন্দ র‌্যালি হয়েছে।

স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে রোববার বেলা ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে থেকে এই আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। একই সাথে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক-কর্মচারীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। এ সময় সংগঠনের জেলা শাখার সভাপতি জু. হা. মোহাম্মদ আতিকুল্লাহ, সম্পাদক মো. মিনহাজ উদ্দিনসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here