জোট প্রসঙ্গে জানাতে আরো সময় চায় যুক্তফ্রন্ট

0
0

এবারের জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচনের তথ্য জানানোর রোববার শেষ দিন। তবে নির্বাচন কমিশনের (ইসি) কাছে এ ব্যাপারে আরো সময় চেয়ে আবেদন করেছে বিকল্পধারা বাংলাদেশ নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছে জোটটি।রোববার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান যুক্তফ্রন্টের নেতারা।

বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুক সাংবাদিকদের বলেন, আমরা সচিব মহোদয়ের কাছে জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য সময় বাড়ানোর আবেদন জানিয়েছি। বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আমরা যুক্তফ্রন্ট চারটি নিবন্ধিত দলের সমন্বয়ে ১১তম জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি, যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে অংশগ্রহণ করতে যাচ্ছি।এ ক্ষেত্রে যদি সব শরিক দল একই মার্কায় নির্বাচন করে (কুলা মার্কা), তাহলে অন্যান্য নিবন্ধিত শরিক দলের নিজস্ব মার্কার ওপর পরবর্তী নির্বাচনে কোনো বিরূপ প্রভাব পড়বে কি না বা তাঁরা যদি নিজস্ব মার্কায় নির্বাচন করে, তাহলে জোটভুক্ত মার্কার ওপর ভবিষ্যতে কোনো প্রভাব পড়বে কি না? এই বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here