রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা আজ দুপুর দুইটা থেকে শুরু হবে। এ উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া জনসভাকে ঘিরে বিভাগীয় শহর রাজশাহীতে আসতে শুরু করেছে বিভিন্ন জেলার মানুষ। আজকের জনসভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না, আ. স. ম আব্দুর রব, কর্নেল অলি আহমেদ, আন্দালিব রহমান পার্থ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।