মার্কিন সমর্থন ছাড়া ২ সপ্তাহও টিকবেন না, সৌদি বাদশাকে ট্রাম্প

0
0

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া সৌদি সরকার দুই সপ্তাহও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার মিসিসিপির সাউথহ্যাভেনে এক সমাবেশে সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে উদ্দেশ করে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, ‘আমরা সৌদি আরবকে রক্ষা করি। আপনারা বলবেন তারা ধনী এবং আমি ওই বাদশাকে ভালোবাসি, বাদশা সালমান। কিন্তু আমি তাকে বলেছি “বাদশা, আমরা আপনাকে রক্ষা করছি, আমাদের ছাড়া আপনি সেখানে (ক্ষমতায়) হয়তো দুই সপ্তাহও টিকতে পারবেন না, আপনার সামরিক বাহিনীর জন্য আপনাকে খরচ করতে হবে।”‘

সৌদিকে উদ্দেশ করে ট্রাম্প আরও বলেন, ‘আমরা এই জাতি কোনো লাভ ছাড়াই রক্ষা করছি। আর এর সুবিধা নিয়ে তারা তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। বিষয়টি খুব খারাপ। আমরা চাই তারা তেলের দাম বাড়ানো বন্ধ করুক, আমরা চাই তারা দাম কমানো শুরু করুক।’ এ সময় তিনি জাপান, দক্ষিণ কোরিয়া ও জার্মানির মতো যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে সামরিক খাতে ব্যয় বাড়ানোর জন্য ওপর জোর দেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব কঠোর কথাবার্তার পরও তার প্রশাসনের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান আছে। প্রেসিডেন্ট হওয়ার পর গত বছর নিজের প্রথম আন্তর্জাতিক সফরেও প্রথমে সৌদি আরব গিয়েছিলেন ট্রাম্প।
এর আগে গত শনিবার ট্রাম্প সৌদি বাদশা সালমানকে এক বৈঠকে আমন্ত্রণ জানান। যেখানে তাদের মধ্যে তেলের বাজারে স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের সংবাদসংস্থা এসপিএ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here