অভয়নগরে ভৈরব নদ থেকে বিরল প্রজাতীর একটি মৃত ডলফিন উদ্ধার করেছে ঘাট শ্রমিকরা। আজ রািববার সকালে মিষ্টি পানির বিরল প্রজাতির এ ডলফিনটি উদ্ধার করা হয় ভৈরব নদ তীরবর্তী বেঙ্গল টেক্সটাইল মিল সংলগ্ন খেয়াঘাট থেকে। যার ওজন প্রায় ১ মন। ঘাট সর্দার ডালিম জানান, সকালে ঘাট শ্রমিকরা সার লোড-আনলোডের কাজ করছিল। এ সময় একটি মালবাহী কার্গোর পার্শ্বে ডলফিনটিকে ভেসে থাকতে দেখে তারা। পরে মৃত ডলফিনটিকে পানি থেকে উদ্ধার করলে দেখাযায়, ডলফিনের লেজের সাথে মাছধরা জালের একাংশ জড়িয়ে আছে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য অফিসার বলেন, রাতের কোন এক সময় নদীতে ফেলে রাখা মাছ ধরার জালে ডলফিনটি আটকে যায় এবং কার্গো বা ট্রলারের নিচের অংশের আঘাতে এর মৃত্যু হতে পারে বলে তিনি ধারণা পোষণ করেন। বিরল প্রজাতির এ ডলফিনটি উদ্ধারের পর ওই ঘাটে শত শত মানুষ ভিড় জমাতে থাকে।