ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর মূর্তিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0
153

অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় দিন শনিবার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সমুদ্রসীমা আইন নিয়ে বঙ্গবন্ধুর অবদান উল্লেখ করে ২০১১ সালে ওয়েস্টার্ন সিডনির প্যারাম্যাটা ক্যাম্পাসের সমুদ্র বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সমুদ্রে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় আঞ্চলিক পানি ও সমুদ্রসীমা আইন ‘টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন্স অ্যাক্ট’ পাস করিয়েছিলেন। ১৯৭৪ সালে এ আইনটি প্রণীত হয়। ওই সময় পৃথিবীর অধিকাংশ দেশে এ ধরনের কোনো আইন ছিল না। বাংলাদেশে এ আইনটি প্রণয়নের আট বছর পর ১৯৮২ সালে জাতিসংঘে সমুদ্র আইন প্রণীত হয়।

এদিকে সিডনি ইউনিভার্সিটিতে এক বক্তব্যে মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ ও শিক্ষাখাতে অস্ট্রেলিয়াকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি। এসময় সেদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, শুধু সনদ অর্জন নয়, প্রকৃত জ্ঞানার্জনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে সবাইকে। সফরের দ্বিতীয় দিনের প্রথম আনুষ্ঠানিকতায় স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।

প্রতিষ্ঠানটির সাউথ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, আচার্য এবং উপাচার্যের সমন্বয়ে আয়োজিত এক সেমিনারে যোগ দেন তিনি।
পরে সেমিনার বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের সোপানে এখন বাংলাদেশ। পরবর্তী ধাপ উত্তরণে দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করে এ খাতে অস্ট্রেলিয়াকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে সমুদ্র অভ্যন্তরের সম্পদ কাজে লাগাতে বৃহৎ পরিকল্পনা নিচ্ছে তার সরকার। ব্লু ইকোনমিক বা সমুদ্র অর্থনীতিতে সফল দেশ অস্ট্রেলিয়ার কাছ থেকে শিক্ষা নিয়ে দেশের উন্নয়নে বাংলাদেশি শিক্ষার্থীদের অবদান রাখার আহ্বান জানান তিনি।