চলতি বছরেই ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিকাশ দেওয়ান

0
122

চলতি বছরের মধ্যেই বিদ্যুতের উৎপাদন ২০ হাজার মেগাওয়াট অতিক্রম করা যাবে বলে মনে করেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান।

সংস্থাটির প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এনআরবিসি ব্যাংকের সঙ্গে ডিপিডিসির এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমন কথা বলেন প্রকৌশলী বিকাশ দেওয়ান।তিনি বলেন, দেশে বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ এপ্রিল দেশে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। প্রতিনিয়তই এমন রেকর্ড হচ্ছে। গ্রাহকের চাহিদার কথা চিন্তা করে বিতরণকারী সংস্থাগুলোও তাদের পরিসেবা বৃদ্ধি করছে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায়ও নতুন মাত্রায় আধুনিকায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষিত ঘরে ঘরে বিদ্যুৎ সেবা পৌছে দিতে আমরা বদ্ধপরিকর।

বিকাশ দেওয়ান বলেন,২০২০ সালের মধ্যে সকল গ্রাহককে প্রিপেইড মিটারের আধীনে আনার পরিকল্পনা রয়েছে। সরকারের এমন পরিকল্পনার অংশ হিসেবে ডিপিডিসিও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে প্রিপেইড মিটারে গ্রাহকের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে মিটার রিচার্জের ভেন্ডিং স্টেশন নিয়ে। ডিপিডিসি নিজস্ব ভেন্ডিং স্টেশন ছাড়াও বিভিন্ন ব্যাংক, মোবাইল অপারেটর মাধ্যমে এই সেবাটি নিশ্চিত করার কাজ করছে।

বিদ্যুৎ বিতরণকারী সংস্থার সঙ্গে চুক্তির মাধ্যমে এনআরবিসি ব্যাংক প্রিপেইড মিটারের ভেন্ডিংয়ের দায়িত্ব পেলো। অনুষ্ঠানে ডিপিডিসির পক্ষে কোম্পানি সচিব জয়ন্ত কুমার সিকদার এবং এনআরবিসি ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার রাশেদ মাকসুদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিপিডিসির নির্বাহী পরিচালক (কারিগরি) এ টি এম হারুন অর রশীদ, সংস্থাটির নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. রমিজ উদ্দিন সরকারসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা।