গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ঃ ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রচারণায় প্রার্থীদের কর্মী সমর্থকরা ॥

0
0

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা গণসংযোগ আর বৈঠকের মধ্য দিয়ে বৃহষ্পতিবার ব্যস্তদিন কাটিয়েছেন। নির্বাচনী গণসংযোগ ও প্রচারের কর্মপরিকল্পনা তৈরী করে সে অনুযায়ি ছোট ছোট দলে বিভক্ত হয়ে মেয়র প্রার্থীসহ অন্য প্রার্থীদের কর্মী সমর্থকরা দিনভর গণসংযোগ করে বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন। প্রার্থী ও কর্মী-সমর্থকরা স্থানীয় নানা সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধানসহ এ সিটি কর্পোরেশনকে উন্নয়নের নানা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কথা বলে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় ও কেন্দ্রিয় নেতারাও। প্রতীক বরাদ্দের তৃতীয় দিন বৃহষ্পতিবার আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে নির্বাচনী মাঠে নেমেছেন ওই পদে দলের মনোনয়ন বঞ্চিত গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। তবে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের সঙ্গে মেয়র পদে দলের মনোনয়ন বঞ্চিত বর্তমান মেয়র অধ্যাপক এম এ মান্নানকে নির্বাচনী গণসংযোগে নামতে দেখা যায়নি। এতে আওয়ামীলীগের তৃণমূলের নেতা কর্মীদের মনোবল কিছুটা চাঙ্গা হলেও বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যকার হতাশা এখনো কাটেনি।

আওয়ামীলীগ প্রার্থী ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন চান গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। কিন্তু ওই পদে জাহাঙ্গীর আলমকে দলীয় মনোনয়ন দেয়া হয়। নির্বাচনে প্রতীক বরাদ্দের পর হতে গত দুইদিন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীর সঙ্গে দলের মনোনয়ন থেকে বঞ্চিত অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সরব উপস্থিতি দেখা যায়নি। এ নিয়ে নানা গুজবের সৃষ্টি হয়। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনী প্রচারণা শুরুর তৃতীয় দিন বৃহষ্পতিবার দলীয় প্রার্থীর সঙ্গে গণসংযোগে নামেন আজমত উল্লাহ খান। দুই নেতাকে একসঙ্গে নির্বাচনী প্রচারণায় দেখতে পেয়ে গণসংযোগে অংশ নেয়া উপস্থিত নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। দেখা গেছে। এসময় উৎফুল্ল নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে দলীয় মেয়র প্রার্থী ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আজমত উল্লাহ খান কুনিয়া বড়বাড়ি, খাইলকৈরসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে বড়বাড়ি এলাকার জয়বাংলা সড়ক এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় বক্তৃতাকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালাচ্ছি। আমাদের এই বিশাল মিছিলই বলে দেয় আগামী ১৫ মে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত। নৌকা তথা অ্যাভোকেট জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছি।

আজমত উল্লাহ খান আরো বলেন, প্রতীক বরাদ্দের পর জয়দবেপুর শহরে প্রার্র্থীর সাথে সাক্ষাত ও গণসংযোগ হয়েছে। তাছাড়া অনেকে অনেক ধরণের কথা বলে থাকে। সব কথা কানে নেয়া ঠিক নয়। প্রার্থীর সাথেই গণসংযোগ করতে হবে এমন নয়। মহানগর এলাকা অনেক বড়। সবাই একসাথে গণসংযোগ করলে নির্বাচনী এলাকা কভার করা সম্ভব হবে না। আমি আজ বৃহষ্পতিবার মহানগরের গাছার বড়বাড়ী এলাকায় গণসংযোগ করছি। জেলা ও মহানগরের নেতৃবৃন্দকে এলাকা ভাগ করে দেয়া হয়েছে। তারা সে অনুযায়ী গণসংযোগ করছেন।
পরে দক্ষিণ খাইলকুর বাহার মার্কেটের সামনে অনুষ্ঠিত অপর একটি পথসভায়ও বক্তব্য রাখেন তিনি।

এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, মহিউদ্দিন মহি, এসএম মোকসেদ আলমসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম তার ছয়দানার বাসভবনের সামনে জাতীয় পার্টি গাজীপুর মহানগর শাখার নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় জাতীয় পার্টির নেতৃবৃন্দ জাহাঙ্গীর আলমকে নৌকা প্রতীকের পক্ষে সমর্থন দেন। মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন প্রধান অতিথি হিসাবে এতে উপস্থিত ছিলেন। মহানগর জাতীয় পাটির সভাপতি আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নিজাম উদ্দিন সরকার, মোঃ শরিফুল ইসলাম, মোঃ ফারুকুল ইসলাম, মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সহ-সভাপতি ফারুক খান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি প্রার্থী ॥
অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন চান বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার এবং বর্তমান মেয়র অধ্যাপক এমএ মান্নান। কিন্তু ওই পদে হাসান উদ্দিন সরকারকে দলীয় মনোনয়ন দেয়া হয়। নির্বাচনে প্রতীক বরাদ্দের পর হতে গত তিনদিনেও বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থীর সঙ্গে দলের মনোনয়ন থেকে বঞ্চিত অধ্যাপক এমএ মান্নানের সরব উপস্থিতি দেখা যায়নি। এ নিয়ে দলের কর্মী সমর্থকসহ স্থানীয়দের মাঝে নানা গুজবের সৃষ্টি হচ্ছে। তবে এ ব্যাপারে দলের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের ব্যক্তিগত সহকারী কিবরিয়া হাসান জনি বলেন, অধ্যাপক এম এ মান্নান শারীরিকভাবে অসুস্থ থাকায় এখন পর্যন্ত তিনি আমাদের সঙ্গে ভোটের মাঠে নামতে পারেননি। তবে আমরা তাকে প্রত্যাশা করছি।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, অধ্যাপক এম এ মান্নান ভোটের প্রচারণায় নামার জন্য প্রস্তুত রয়েছেন। তবে তার শারীরিক অবস্থাও ভাল না। তাছাড়া তিনি এখনও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে বহাল রয়েছেন। প্রচারণার ক্ষেত্রে কোনো বাধ্য বাধকতা রয়েছে কি-না তা আমাদের দেখতে হবে।
এদিন টঙ্গীর এরশাদ নগর, আউচপাড়া মোক্তার বাড়ি রোড, দেওড়া, মুদাফা পূর্ব পাড়া, ভাদাম, তিলরাগাতি, গুটিয়া মেডিক্যাল মার্কেট, সাতাইশ চৌরাস্তা, খরতৈল মনসুর আলী মাতবর স্কুল মাঠ, গাজীপুরা ও খাঁপাড়া এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার। এসব গণসংযোগে হাসান সরকারের সঙ্গে ছিলেন, টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, সাবেক টঙ্গী পৌর সভার প্যানেল মেয়র আবুল হোসেন, গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি প্রভাষক বসির উদ্দিন এবং সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও শরিক দলের নেতারা।

গণসংযোগকালে হাসান উদ্দিন সরকার টঙ্গী পৌরসভা, জেলা পরিষদ ও সংসদ সদস্যের দায়িত্বে থাকাকালে বিগত দিনে এলাকাবাসীর জন্য কি কি কাজ করেছেন তা স্মরণ করিয়ে দিয়ে নির্বাচনে ভোট প্রার্থনা করেন। দীর্ঘদিন পর প্রিয় নেতা হাসান উদ্দিন সরকারকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে অনেককে আবেগে কাঁদতে দেখা গেছে। হাসান সরকারও অনেক দিন পর অনেকের সঙ্গে তৃপ্তিভরে সাক্ষাত করেন। তিনি এলাকার মুরব্বীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।