গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী জোনের অফিসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঘেষে ফুটপথের উপর স্থাপিত আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের নির্বাচনী ক্যাম্প বৃহস্পতিবার বিকেলে উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাচন কমিশন পরিচালিত ভ্রাম্যমান আদালতটি নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী।
নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. রাকিব উজ্জামান রেণু জানান, আমাদের কোন অনুমতি না নিয়ে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীর লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঘেষে ফুটপথের উপর মিডিয়া সেলের নামে নির্বাচনী ক্যাম্প স্থাপন করে। এ কারণে ওইপথে এলাকাবাসী তথা পথচারিদের চলাচলে দুর্ভোগ হওয়ার খবর পাই । এ ঘটনায় তার এক প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লিখিত আবেদন পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তার নির্দেশে তদন্ত করা হয় এবং বৃহস্পতিবার বিকেলে তা উচ্ছেদ করা হয়।