২০২০সালের মধ্যে সারা দেশে এক কোটি প্রিপেইড মিটার বসানোর সিদ্ধান্ত রয়েছে সরকারের। সররকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে চারটি বিতরণকারী সংস্থা। তবে প্রিপেইড মিটার নিয়ে গ্রাহক পর্যায়ে রয়েছে না ভোগান্তির অভিযোগ। আবেদন করার পর সময়ক্ষেপন, মিটার বসাতে টাকা নেওয়া, প্রিপেইড রিচার্জ কার্ডের সহজ লভ্যতা না থাকার মত অভিযোগ উঠেছে সংস্থাগুলোর বিরুদ্ধে। তবে অভিযোগ থাকার পরও ২০২০ সালের মধ্যে ১১ লাখ প্রিপেইড মিটার বসানোর কাজ শেষ করতে চায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন (ডিপিডিসি)কোম্পানি লিমিটেড ।
ডিপিডিসির আওতাভূক্ত বিভিন্ন বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, গ্রাহক পর্যায়ে প্রিপেইড মিটার বসানোর জন্য আবেদন করা হলেও, সংশ্লিষ্ট কার্যালয়ের বিরুদ্ধে সময়ক্ষেপনের অভিযোগ রয়েছে। গ্রাহকের কোনো প্রকার চার্জ দেওয়া কথা না থাকলেও মিটার বসাতে আসা ডিপিডিসির টেকনিশিয়ানদের বিরুদ্ধে দুই থেকে তিন হাজার টাকা আদায় করার অভিযোগও রয়েছে প্রতিটি বিভাগে। এছাড়া মিটার স্থাপনের পর প্রিপেইড রিচার্জ কার্ড কিনতেও বেগ পেতে হচ্ছে গ্রাহককে।
মোহাম্মদপুর হাউজিং লিমিটেডের বাসিন্দা কামরুল ইসলাম জানান, তার ভাড়া বাসায় ফেব্র“য়ারি মাসে প্রিপেইড মিটার বসানো হয়। এসময় বাড়িওয়ালার কাছ থেকে বিদ্যুৎ বিভাগের টেকনিশয়ানরা মিটার প্রতি তিন হাজার টাকা করে আদায় করেছে। একই অভিযোগ রয়েছে খিলগাঁও ডিভিশনের বিভিন্ন এলাকায়। ডিপিডিসির ১১টি ডিভিশনে এই অভিযোগ রয়েছে। বাসাবো ওয়াসা রোডের বাসিন্দা খায়রুল ইসলাম অভিযোগ করেন, তার বাড়ির মোট ১০টি প্রিপেইড মিটার বসাতে ডিপিডিসির টেকনিয়ানদের দিতে হয়েছে ২৫ হাজার টাকা। তিনি বলেন, মিটার বসানোর পর সমস্যা দেখা দিয়েছে রিচার্জ কার্ড নিয়ে। আগে ভাড়াটিয়াদের কাছ থেকে বিলের টাকা নিয়ে আমরাই ব্যাংকে জমা দিয়েছি। কিন্তু এখন কার্ড কেনা নিয়েই সমস্যা দেখা দিয়েছে। নির্দিষ্ট ব্যাংক ছাড়া কার্ড পাওয়া যায় না। তাছাড়া একেক ভাড়াটিয়ার একেক সময় কার্ড প্রয়োজন হয়। এতে সমস্যায় পড়তে হচ্ছে বাড়িওয়ালাদের। এদিকে মুগদা ডিভিশনের গ্রাহক শফিক অভিযোগ করেন, তার বাড়িতে চারটি মিটারের জন্য ঠিকাদারের লোকজন তার কাছ থেকে ৩ হাজার টাকা উৎকোচ নিয়েছে।
মোহাম্মদপুর এলাকার সাত মসজিদ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী বলেন, প্রিপেইড মিটার স্থাপনের কাজ সরাসরি ডিপিডিসি করছে না। দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই কাজ করা হচ্ছে। তারা আবার সাব কন্ট্রাক্টরের মাধ্যমে মিটার বসানোর কাজ করছে। তবে মিটার বসাতে টাকা দাবির অভিযোগ আমাদের কাছে এসেছে। অভিযোগের বিষয়ে আমরা সংস্থার প্রধান কার্যালয়কে জানিয়েছি।
ডিপিডিসি সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ি সংস্থাটিকে ২০২০ সালের মধ্যে মোট ১১ লাখ গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনতে হবে। এখন পর্যন্ত ডিপিডিসি মোট ২ লাখ ৭০ হাজার মিটার বসানোর কাজ শেষ করেছে।
প্রিপেইড মিটার স্থাপনে নানা অনিয়মের বিষয়ে কথা বলা হলে সংস্থাটির নির্বাহী পরিচালক প্রকৌশল মো. রমিজ উদ্দিন সরকার ফোকাস বাংলাকে বলেন, প্রিপেইড মিটার বসাতে গ্রাহকের কাজ থেকে কোনো টাকা আদায় করার কথা নয়। গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে পূর্বের মিটার বদল করে নতুন প্রিপেইড মিটার বসিয়ে দিবে। তবে মিটার বসানের এই কাজ ডিপিডিসি ওসিয়ন, ইনহেমিটার ও হেক্সিন নামের তিনটি বিদেশি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে করছে। আমাদের কাছে অভিযোগ রয়েছে প্রতিষ্ঠান তিনটি ডিপিডিসিকে অবহিত না করে বেশ কিছু দেশিয় প্রতিষ্ঠানকে সহ-ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দিয়েছে। এসব সহ-ঠিকাদার প্রতিষ্ঠান আবার নিজেদের মত করে স্থানীয় পর্যায়ের ভেন্ডার প্রতিষ্ঠানকে দিয়ে মিটার বসানোর কাজ করছে। এই তৃতীয় পর্যায়ের ভেন্ডার প্রতিষ্ঠানের মাধ্যমেই গ্রাহকের কাছ থেকে টাকা আদায়ের ঘটনা ঘটতে পারে। আর সে অভিযোগ সরাসরি ডিপিডিসির উপর আসছে। এমন কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা মূল ঠিকাদারী প্রতিষ্ঠান তিনটি কে সর্তক করে দিয়েছি।
প্রিপেইড মিটার প্রকল্প প্রসঙ্গে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান ফোকাস বাংলাকে বলেন, সরকারের দেওয়া টার্গেট অনুযায়ি ২০২০ সালের মধ্যে আমরা ১১ লাখ গ্রাহকের মাঝে প্রিপেইড মিটার দিতে পারবো। এখন পর্যন্ত আমরা প্রায় দুই লাখ ৭০ হাজার মিটার স্থাপন করেছি। আগামী বছর আমাদের লক্ষমাত্রা রয়েছে আরও দুই লাখ মিটার স্থাপন করার। আর ৮ লাখ মিটারের একটা চাহিদাপত্র পাঠানো হয়েছে। জিওবি ভিত্তিতে মিটারগুলো আমাদের দেওয়া হবে। আশা করছি যে গতিতে কাজ চলছে তাতে নির্ধারিত সময়ের আগেই আমরা লক্ষমাত্রা পূরণ করতে পারবো। এছাড়া গ্রাহকদের কাছ ঠিকাদারদের উৎকাচ নেয়া প্রসঙ্গে বিকাশ দেওয়ান বলেন, আমরা ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো সর্তক করে দিয়েছি যাতে এ ঘটনার পূনারাবৃত্তি না ঘটে।
ডিপিডিসির দেওয়া তথ্যানুযায়ি, বর্তমানে ৪৮টি ভেন্ডিং স্টেশনের মাধ্যমে প্রিপেইড মিটারের রিচার্জ কার্ড বিক্রি করা হচ্ছে। এগুলোর মধ্যে আজিমপুর এনওসির আওতায় ছয়টি, লালবাগে ৬টি, কাজলায় একটি, খিলগাঁওয়ে তিনটি, মুগদাপাড়া ৫টি, রাজারবাগে ৫টি, সাত মসজিদ এনওসির আওতায় তিনটি, শ্যামলী এনওসির আওতায় ছয়টি, শের-এ-বাংলা নগরে তিনটি, স্বামীবাগে ৬টি এবং তেজগাঁও এনওসির অধীনে তিনটি ভেন্ডিং স্টেশন রয়েছে।