গাজীপুরে সনাতন ধর্মাবলম্বীদের চড়ক পূজা অনুষ্ঠিত

0
146

নতুন বছরের আগমনকে শুভ কামনা জানিয়ে দেবতার সন্তুষ্টির জন্য শনিবার গাজীপুরের বিভিন্নস্থানে ধর্র্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। এ পূজায় বছর শেষের গ্লানি ও জরা মুছে দিয়ে, নতুন বছরের আগমনকে শুভ কামনা জানিয়ে দেবতা মহাদেবের পূজা অর্চনা করেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা।

গাজীপুর শহরের শিববাড়ি মোড়ের ইন্দ্রেশ্বর শিব মন্দিরে শনিবার চড়ক পূজা অনুষ্ঠিত হয়। এ পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও দর্শণার্থীরা সকাল থেকেই মন্দির এলাকায় ভীড় জমায়। এক পর্যায়ে পুরোহিত নানা আনুষ্ঠাণিকতা শেষে বিকেল ৫টার দিকে বিশেষ একজনের পিঠে বড়শি গেঁথে তাকে চড়ক গাছে ঝুলিয়ে ঘুরাতে থাকেন। এসময় ভক্তবৃন্দরা ঢাক ঢোল, কাসর, ঘন্টা বাজিয়ে ও উল্ধ্বুনি দিয়ে চড়ক পূজাকে প্রাণবন্ত করে তুলেন। চড়ক পূজায় পুরোহিতদের নির্ধারিত বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তি সবার প্রতি দেবতার সন্তুষ্টি লাভের আশায় চড়ক ঘূর্ণিতে অংশগ্রহণ করেন।

চৈত্র সংক্রান্তির এসব মেলায় সকল সম্প্রদায়ের লোকজন ঐক্যবদ্ধভাবে অংশগ্রহন করেন। এসব পূজায় বছর শেষের গ্লানি ও জরা মুছে দিয়ে, নতুন বছরের আগমনকে শুভ কামনা জানিয়ে দেবতা মহাদেবের পূজা অর্চনা করেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। গাজীপুরে অন্ততঃ ২৫টি স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে এ পূজা অনুষ্ঠিত হয়। এ পূজা উপলক্ষে নানা পসরার মেলা ও আনন্দ কর্মসূচির আয়োজন করা হয়। চৈত্র সংক্রান্তির এসব মেলায় সকল সম্প্রদায়ের লোকের সমাগম ঘটে।