মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গি ও মৌলবাদের যেন স্থান না হয় সে বিষয়টি মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারার রজতজয়ন্তী উৎসবে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যায়। এই বাংলার মাটিতে কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ বা সাম্প্রদায়িকতা, সেটা যেন স্থান না পায়।আমরা যে আদর্শ, লক্ষ্য ও নীতিতে স্বাধীনতা অর্জন করেছি, সে লক্ষ্য নিয়ে বাংলাদেশকে যেন আমরা গড়ে তুলতে পারি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সবসময় এটাই বিশ্বাস করি যে, একটি দেশকে, একটি স্বাধীন রাষ্ট্রকে যদি সম্পূর্ণভাবে উন্নত করতে হয়; তাহলে শুধুমাত্র অর্থনৈতিক মুক্তি না। যেটা জাতির পিতা বলে গেছেন, সাংস্কৃতিক মুক্তিটাও একান্তভাবে প্রয়োজন এবং সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রটাও প্রসারিত করা প্রয়োজন।
সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে যা যা করা প্রয়োজন সরকার করে তা করে যাচ্ছে বলেও জানান তিনি।শেখ হাসিনা বলেন, মাঝে মাঝে কালো মেঘ দেখা গেলেও বাঙালি জাতি সবসময়ই বৈরি পরিবেশ থেকে নিজেদের উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছে। যারা স্বাধীনতা বিশ্বাস করে তারা যখনই ক্ষমতায় এসেছে তখন সংস্কৃতি চর্চায় ব্যাঘাত ঘটেছে।আইয়ুব খানের সময় রবীন্দ্র সংগীত চর্চা নিষিদ্ধ করার কথা উল্লেখ সেসময় তারা কিভাবে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন তা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বঙ্গবন্ধুর রবীন্দ্র চর্চার কথাও উল্লেখ করেন।সাংস্কৃতিক চর্চায় সরকারের পৃষ্ঠপোষকতা দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকারের পৃষ্ঠপোষকতা ও বিভিন্ন ধরনের সহযোগিতা ছাড়া কখনো সাংস্কৃতিক বিকাশ হতে পারে না। সেদিকে লক্ষ্য রেখেই আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি, কিভাবে আমাদের দেশটা সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে এগিয়ে যায়।সুরের ধারার মাধ্যমে তৃণমূলে রেজওয়ানা চৌধুরী বন্যা সাংস্কৃতিক বিকাশের যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেজন্য ধন্যবাদ জানান তাকে এবং সব ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুরের ধারার কর্ণধার রেজওয়ানা চৌধুরী বন্যা, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর প্রমুখ।পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।