নির্বাচন কমিশনার ড. মো: রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনে কোনো অরাজতাকে বরদাস্ত করা হবে না। নির্বাচনে প্রতিটি ভোটার যাতে নির্বিঘেœ এবং ভয়শূণ্য চিত্তে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ আমরা নিশ্চিতভাবে সৃষ্টি করবো। ইতোমধ্যে রংপুর ও কুমিল্লা সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখা সম্ভব হয়েছে, সেখানে ব্যারাক থেকে কেন অহেতুক সেনাবাহিনীকে ডেকে আনবো।
বুধবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নির্বাচন কমিশনার ড. মো: রফিকুল ইসলাম এসব কথা বলেন। এ সময় নির্বাচনের রির্টানিং অফিসার রকিব উদ্দিন মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি গাজীপুরের সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের প্রশিক্ষন কর্মশালায় তিনি বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় তিনি নির্বাচনের দায়িত্বপালনরত নির্বাহী ম্যজিস্ট্রেট ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন আচরণ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা করেন।
রাজনৈতিক প্রার্থীদের হয়রানী করার ব্যাপরে জানতে চাইলে কমিশনার সাংবাদিকদের বলেন, যে কোনো রাজনৈতিক প্রার্থী নির্বিঘেœ ভোটারদের কাছে ভোট চাইতে পারবেন। তবে কোনো অরাজতাকে বরদাস্ত করা হবে না। অহেতুক কোনো প্রার্থীকে নির্যাতন ও হয়রানী না করার জন্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনীকে অনুরোধ করা হয়েছে। রংপুর এবং কুমিল্লার মতো স্বল্প পরিসরে গাজীপুর ও খুলনাতে ইভিএম ব্যবহার করা হবে। প্রার্থীতা আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর যিনি আচরনবিধি লঙ্ঘন করেছেন আলোচনা করে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। প্রমাণ হলে প্রার্থীতাও বাতিল করা হতে পারে।