কোটা সংস্কার নিয়ে ফেসবুক স্ট্যাটাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

0
0

কোটা সংস্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্দোলনকারীরা। বুধবার দুপুর ২টা ১০ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এই আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীর অধিকার সংরক্ষণ রাবি শাখার আহ্বায়ক মাসুদ মুন্নাফ। তার এই বক্তব্যে জোড়ালোভাবে সমর্থন জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাসুদ তার বক্তব্যে বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেখে আপনারা যারা ভাবছেন যে- কোটা সংস্কার হয়ে গেছে, আসলে তা নয়। প্রধানমন্ত্রী যতক্ষণ জাতীয় সংসদে নিজেই বক্তব্য না দিবেন, যতক্ষণ কোটা সংস্কারের বিল জাতীয় সংসদে পাস না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। তাই ফেসবুকের স্ট্যাটাস দেখে বিভ্রান্ত না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এর বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। এর আধা ঘণ্টা পরই পাঁচ হাজারের অধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। সেখানে আন্দোলনকারীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘পিতা তুমি ফিরে এসো, বৈষম্য দূর করো’ ইত্যাদি স্লোগান দেন। এসময় শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ৩টা) আন্দোলনকারীরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।