কক্সবাজার জেলার সদর থানাধীন গোমাতলী এলাকায় ১৮/২০ জন এর একটি অস্ত্রধারী সন্ত্রাসীদল লবন চাষীদের এবং ব্যবসায়ীদের অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক জমি দখল, চাঁদা আদায়,লবন ডাকাতিসহ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের অত্যাচার করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১০ এপ্রিল ২০১৮ ইং তারিখ সকাল ১১.৩০ ঘটিকার সময় মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আসামী ১। হেলাল উদ্দিন (৪০), পিতা মোজাহের আহমেদ, সাং-জালালাবাদ, ২। মোঃ আঃ শুক্কুর (৬৭), পিতা-মৃত সৈয়দ আহমদ, সাং-জালালাবাদ, ৩। নুরুল হাকিম (৩২), পিতা-মোন্তাজ মাহমুদ, সাং-পশ্চিম আছাখালী নতুন বাজার, (৪) আঃ রাজ্জাক (১৮), পিতা-মৃত রশিদ আহমেদ, সাং-ফসিয়াখালী, (৫) মোঃ জসিম উদ্দিন (৫০), পিতা-মৃত বদিউজ্জামান, সাং-পূর্বপোকখালী, (৬) মোঃ মবিন (৪০), পিতা-সৈয়দ নুর, সাং-গোমাতলী, (৭) আঃ রহমান (৪০), পিতা-আমির মোহাম্মদ, সাং-পূর্বপোকখালী, সর্বথানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারদের মোট ১১ টি আগ্নেয়াস্ত্র (০৬ টি ওয়ান শুটারগান, ০৫ টি এসবিবিএল), ১৮ রাউন্ড গুলি ও ০১ খালী খোসা গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের এবং হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোম্পানী কমান্ডার