আমার আমি – আমেনা ফাহিম

0
0

প্রায় অনেক দিন হলো্‌…নিজকে একদম সময় দেওয়া হয়না্‌,……অধিক কর্মব্যস্ততা মানুষের সৃজনশীল ভাবনার অন্তরায়, বিকেলের সঙ্গী তুলসী চা চুমুক দিতে দিতে বারান্দায় একটু বসলাম…… দুটো চড়ই এসে জানান দিলো আমি একা নই তারাও আছে আমার সাথে।। বাসন্তী ফুলের মৌ মৌ গন্ধে চৈতির হাওয়া এলোমেলো,… দূর থেকে ভেসে আসছে কোকিলের ডাক…দিগন্ত জুড়ে নতুন পাতার হাতছানি…প্রকৃতি আমায় সাজায় নাকি আমি তাকে সাঁজাই সে আমি জানিনে……যখন যা কিছু মনের খেয়ালে আসে আনমনা মন সাজিয়ে নেয় জীবনের খেলাঘর..খেলা শেষে আমি অবুজ ঘাসে লুকাই খোলা চিঠি।। জীবনের ভুল গুলো যখন সামনে এসে দাড়ায়, আয়নায় নিজের প্রতিচ্ছবি তখন ভয়ঙ্কর আত্মা………তবুও বাঁচি, বাঁচার জন্য বাঁচি তেমনটাও নয়, হেসে খেলে বাঁচি, একটু হাসির বৃষ্টিতে পরম সুখে অনন্তে সাঁজাই বাসর।। অনুরাগের বৈশাখী ঝড়ের আশা আমি আজো ছাড়িনি, সে আমার বাঁধনহীন বাঁধন, আপনার আপন।। বাহানার রাত্রি গুলো আমি খুব চাই, সে রাত্রির বুকে খসে পরা তাঁরার সাথে আমিও ঝরবো, তোমার বাম পাঁজরে আমার ঘুম, তোমার আঙুলের ছোঁয়ায় জাগবে পৃথিবী, সাত সমুদ্রে ভাসাবো খেয়ালী তরী।। আমি স্বপন দেখি রংধনু রঙ বদলায়, নতুন রঙছটায় মেঘের সীমানায় লাগে দোল, নীলাভ সূর্যের হাসিতে স্নান করছি বহুবার, মেঘের অনেক রঙ, তাই বুঝি তারে আজও বুঝিনি।। হৃদয়ের রক্ত জমাট হয়ে আছে, বৃষ্টির অপেক্ষায় ছিলাম, এপারে দারুন খরা, আমি জানি ওপারে কাঁচের বৃষ্টি ঝরে, তবুও আমি সে পাড়ে মেলাবো অন্তর।।