শতভাগ নিশ্চিয়তা দিয়ে চলছে ফেসবুকে চলছে প্রশ্নফাঁস ব্যবসা

0
0

আগামীকাল হতে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০১৮ । আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্টুভাবে পরিচালনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা অধিদপ্তর। গত অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রায় সকল প্রশ্ন ফাঁস হওয়ার ফলে প্রশ্ন ফাঁস ঠেকানো বলে দাবী করছেন বিশেষজ্ঞরা। প্রশ্নফাঁস রোধে প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। প্রশ্ন ফাঁস ঠেকাতে সম্পত্তি শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে বলেছেন, পরীক্ষায় অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ থাকবেনা। শিক্ষামন্ত্রী আরও বলেন পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সেটকোড জানিয়ে দেওয়া হবে।পরীক্ষার দিন সকালে কলেজগুলোকে ট্রেজারি থেকে প্রশ্ন সংগ্রহ করতে হবে। আর ট্রেজারির নিকটবর্তী কলেজগুলোতে মাত্র আধঘণ্টা বা ১ ঘন্টা আগে প্রশ্ন সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।আর পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড কতৃপক্ষ।

প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও থেমে নেই প্রশ্ন ফাঁস চক্রের প্রশ্ন ফাঁস বানিজ্য। ফেসবুকে অনেক গ্রুপে, ফেইসবুক পেইজে দেখা যাচ্ছে মাত্র ৫০০/১০০০ টাকার বিনিময়ে শতভাগ নিশ্চিয়তা দিয়ে টাকা প্রশ্ন দেওয়ার কথা বলে অগ্রীম টাকা নিয়ে তাদের গোপণ মেসেঞ্জার ও হটপআপস গ্রুপে এড করছে। ফেসবুকে PSC • JSC • SSC • HSC Exam Helping Center নামক গ্রুপে “নাল আকাশ “নামক আইডি হতে ০১৬৩২৮৮০১৪১ নাম্বার দিয়ে বলা হচ্ছে পরীক্ষার আগের রাতে তাদের লিখিত অংশ দেওয়া হবে পরীক্ষার দিন সকাল ৮.৩০ মিনিটের ভেতর এমসিকিউ অংশ দেওয়া হবে। যারা টাকা দিচ্ছে তাদেরকে তাদের গোপণ মেসেঞ্জার ও হটসআপস গ্রুপে এড করা হচ্ছে।

ফেসবুকে HSC Question Out 2018 নামক গ্রুপে Akik Ahmed নামে একজন পোষ্ট দিয়ে বলেন “”প্রতি প্রশ্নের মূল্য ৪০০ টাকা করে দিতে হবে পয় রাত ১০টা থেকে ২ টাই আর সপয় সকাল ৭টা থেকে ৯টাই, রাজি থাকলে ইনবক্স কর “”
ফেসবুকে adnan joy ইউজার নামের Hsc Question Out ২০১৮ গ্রুপে কিছু দিন আগে একটি পোষ্ট দেয় “”অনেক আগে থেকেই ১০০% কাজ করে আসছি…যা বলি ১০০% real…

★ টাকার বিনিময়ে QS দেই…

★Already Group খুলা হইয়া গেছে… এবং suggestion ও দিসি.. আরো দিব… পড়ে… Real Qs xm এর আগের রাতে পাইয়া জাবা ” এবং আজ একই গ্রুপে একই বক্তি আবার পোষ্ট করেন “”প্রতি প্রশ্নের মূল্য ৫০০ টাকা পরিক্ষা শেষ হবার ৩ ঘন্টার ভিতর টাকা বিকাশ করতে হবে। রাজি থাকলে মেসেজ দিবা।”

ঘটনা সূত্রে দেখা গেছে এইচএসসি পরিক্ষার্থী গত এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের সফলতা দেখে তাদের বিশ্বাস করেই টাকা দিয়ে দিচ্ছে। ঘটনা সূত্রে আরও জানা গেছে অনেকের পরিবার হতে এই টাকা দিতে রাজি না হওয়ায় অনেক পরিক্ষার্থী আগাম প্রশ্ন পেতে সমাজের ভেতর বিভিন্ন অপরাধের সাথে সংযুক্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রিপোর্ট করে ফেসবুক গ্রুপ কিংবা প্রোফাইল বন্ধ করা যেতে পারে। কিন্তু বন্ধ করে লাভ কী? তারা ফের অন্য নামে আরেকটি এ্যাকাউন্ট খুলে একই কাজ শুরু করে। এক্ষেত্রে যা করা যায় তা হলো মোবাইল নম্বর ট্র্যাক করা। মোবাইলের বায়োমেট্রিক ডেটা করা হয়েছে অপরাধীদের খুঁজে বের করার জন্য। সেটা কাজে লাগানো যেতে পারে। এসব বিজ্ঞাপনদাতাদের লেনদেনে মোবাইল একমাত্র সহায়ক ভূমিকা পালন করে। এমনকি ভাইবার, হোয়াটস এ্যাপ এগুলো ব্যবহার করতেও প্রয়োজন হয় মোবাইল নম্বর। প্রশাসন চাইলেই এদের খুঁজে বের করতে পারে বলে বলছেন বিশেষজ্ঞরা।