বাইসাইকেল চালিয়ে দেশ ভ্রমণ, দুই তরুণের লক্ষ

0
0

সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন আহবান জানিয়ে দেশের ৬৪ জেলায় বাইসাইকেল চালিয়ে ভ্রমণ করার উদ্দেশ্যে বের হয়েছে অদম্য পরিশ্রমী দুই তরুণ। তারা হলেন, লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (১৭) ও বিনয় কুমার মোহন্তর ছেলে মধু মিলন মোহন্ত(১৭)। জানাগেছে, ওই অদম্য দুই তরুণ গত রোববার (১১ মার্চ) লালমনিরহাট জেলা থেকে যাত্রা শুরু করেন। এর মধ্য ১৫টি জেলা পরিভ্রমণ করেছেন তারা।

লাল বাইসাইকেল, লাল চশমা, লালবাঁশি, হাতে লাল হ্যান্ড মাইক আর লাল সবুজের পতাকা নিয়ে ঘুরছেন রাকিব ও মধু মিলন। যেন লাল রং দিয়ে মাদক, বাল্যবিবাহের বিপদকেই জানান দিচ্ছেন সবার মাঝে। সাইকেলের সামনে পিছনে লেখা রয়েছে তার যাত্রার উদ্দেশ্য। রাস্তায় কোথাও দাঁড়ালেই লোকজনকে বলছেন মাদক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে। দেশের প্রতিটি জেলা উপজেলা ঘুরে প্রচার করছেন তারা। প্রতিটি জেলা উপজেলার যাত্রাপথের বিভিন্ন স্কুলে লিফলেট বিতরণ করেন মাদক, বাল্য বিবাহের কুফল সম্পর্কে। তাদের ব্যতিক্রমী উপস্থাপনা মনযোগ দিয়ে শোনে স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা।

রাকিব ও মধু মিলন জানান, বর্তমান সমাজে কোমলমতি শিক্ষার্থীরা মাদক নেশাগ্রস্তা ও অল্প বয়সে বাল্যবিবাহে হচ্ছে। বিয়ের পরের বছর না হতেই তাদের জীবনের করুণ পরিণতি নেমে আসে। সারাদেশের মানুষকে মাদক, বাল্যবিবাহের হাত থেকে মুক্ত করতে দেশব্যাপী স্কুলগুলিতে প্রচার চালানোর।

উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এএসএম মনোওয়ারুল ইসলাম বলেন, রাকিব ও মধু মিলন যেমন তাদের কাজকর্ম ফেলে মাদক বাল্যবিবাহের মত সামাজিক ব্যাধি দূর করতে সারাদেশ চষে বেড়াচ্ছেন। তেমনি আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ এলাকায় সামাজিক আন্দোলন গড়ে তোলা। সামাজিক ও পরিবারিকভাবে সচেতন না হলে মাদক বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব না। প্রতি গ্রামে একজন করে তাদের মত তরুণ প্রয়োজন বলে মনে করি। রাকিব ও মধু মিলন বর্তমানে সিরাজগঞ্জ সহ ১৫ টি জেলার বিভিন্ন স্কুলে মাদক বাল্য বিবাহ প্রতিরোধ প্রচারণা শেষে শনিবার (৩১ মার্চ) সকালে রওনা হন পার্শ্ববর্তি ১৬তম জেলা পাবনার উদ্দেশ্যে। সম্পূর্ণ তাদের উদ্যোগে এ প্রচারাভিযানকে স্বাগত জানিয়েছেন সকলে।