নেতৃত্বের জন্য স্কাউটদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী

0
98

ভবিষ্যতে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য রোভার স্কাউটদের আরও যোগ্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

স্কাউটদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে এজন্য তোমাদের যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। … দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, মানুষকে ভালবাসতে হবে…যখন জীবনে প্রতিষ্ঠিত হবে তখনও যেন এই মানসিকতা থাকে। দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য মমত্ববোধ থাকতে হবে, দেশকে গড়ে তোলার মানসিকতা নিয়ে কাজ করে যেতে হবে। শেখ হাসিনা বলেন, আজকে যে শিশু-কিশোররা এখানে, একসময় তোমরাই দেশের কর্ণধার হবে। এ দেশ যেন তোমরা পরিচালনা করতে পার সেভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে…আমি চাই তোমাদের সেবাধর্মী কার্যক্রম আরও বৃদ্ধি হোক, বিস্তৃতি পাক।সারাদেশে স্কাউট কার্যকম সম্প্রসারণ ও উন্নয়নে সব ধরনের সহায়তা সরকার দেবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্কাউটের সুফল দেশের সকল পর্যায় পৌঁছাতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ও কমিউনিটিভিত্তিক স্কাউটিং আরও সম্প্রসারণ করতে হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের, প্রধানমন্ত্রী উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি, আইজিপি মোহাম্মদ জাবেদ পাটওয়ারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী সফরে চাঁদপুর পৌঁছান। হেলিকপ্টারে হাইমচর উপজেলায় পৌঁছে চরভাঙ্গায় ষষ্ঠ কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।বেলা ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।জনসভায় যোগ দেওয়ার আগে স্টেডিয়ামেই জেলার ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।