গাজীপুরে ব্যাংক থেকে বিদেশী কোম্পানীর লুন্ঠিত টাকা উদ্ধার, একজন গ্রেফতার

0
101

গাজীপুরের শ্রীপুরে একটি বেসরকারী ব্যাংকে টাকা জমা দেবার সময় একটি বিদেশী কোম্পানীর লুন্ঠিত আংশিক টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লুৎফর রহমান ওরফে রবিউল ইসলাম রবি (৫২)। গ্রেপ্তারকৃত লুৎফর বাগেরহাট জেলার মোল্লারহাট থানার ঘাটকিল গ্রামের ফায়েক মোল্লা ওরফে হাবিবুর রহমানের ছেলে।

রবিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ জানান, ময়মনসিংহের ভালুকা মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত চুংলিয়াং নিউ এনার্জী টেকনোলজি কোম্পানী লিমিটেডের সহকারী ম্যানেজার মো: ইলিয়াস মিয়া গত ৪ মার্চ ২৫ লাখ ৬৫ হাজার টাকা জমা দিতে মাওনা ইসলামী ব্যাংক শাখায় আসেন। জমা দেবার বইয়ে লেখার সময় তার পাশের্^ রক্ষিত টাকার ব্যাগ কে বা কারা চুরি করে পালিয়ে যায়। এ ব্যাপারে ঘটনার দিন শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লুৎফর রহমানকে শনিবার রাতে টঙ্গীর কামারজুরি এলাকার হুমায়ুনের ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার ও লুন্ঠিত ৮০ হাজার টাকা উদ্ধার করে। প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মো: গোলাম সবুর ও শ্রীপুর থানার ওসি মো: আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম রবি পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানায়, তার সঙ্গে আরো ৭জন জড়িত রয়েছে। লুণ্ঠিত টাকা ভাগাভাগির পর তাকে এক লাখ ৬০ হাজার টাকা দেয়া হয়েছিল। বাকি টাকা সে খরচ করে ফেলেছে।