পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সোমবার থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।এবার তত্ত্বীয় পরীক্ষা ২ এপ্রিল সোমবার থেকে শুরু হয়ে ১৩ মে রোববার এবং ব্যবহারিক পরীক্ষা ১৪ মে থেকে শুর হয়ে ২৩ মে শেষ হবে। আগামী সোমবার (২ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও ফাঁসের গুজব মোকাবিলায় প্রচারণায় নেমেছে সরকার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সরাসরি এ প্রচারণা চালাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।এ পরীক্ষা উদ্বিগ্ন অভিবাকরা ও শিক্ষার্থীরা।
চলতি বছর ৮ হাজার ৯৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩,১১,৪৫৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৬,৯২,৬৭৩০ জন ছেলে এবং ৬,১৮,৭২৭ জন মেয়ে।২০১৭ সালে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১১,৮৩,৬৮৬ জন এবং ২০১৮ সালে পরীক্ষার্থী সংখ্যা ১৩,১১,৪৫৭ জন। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে মোট পরীক্ষার্থী বেড়েছে ১,২৭,৭৭১ জন, বৃদ্ধির হার ১০.৭৯%।মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৭৯টি এবং মোট কেন্দ্র বেড়েছে ৪৪টিশিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিকভাবে সারাদেশের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ২৫ (পঁচিশ) মিনিট পূর্বে ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নাম্বারে সেট কোড ব্যবহারের নির্দেশনার এসএমএস যাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতিত অন্য কেহ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।সূত্র জানায়, দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্র“তি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে।এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক এবং ডাউন সিনড্রোম বা সেরিব্রালপালসি আক্রান্ত) পরীক্ষার্থীদের ৩০ মিনিট অতিরিক্ত সময় এবং পরীক্ষার কক্ষে তার অভিভাবক/শিক্ষক/সাহায্যকারী নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে।
এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন তার ফেসবুক ওয়ালে গত ২৮ মার্চ থেকে প্রচারণা শুরু করেন। প্রশ্নপত্র ফাঁস ও অভিভাবকদের ভূমিকা নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বক্তব্য ফেসবুক ওয়ালে তিনি শেয়ার করেন ওইদিন।এর আগে গণমাধ্যমকে মো. সোহরাব হোসাইন জানান, আমি মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য আমার ওয়ালে পোস্ট করবো। আপনাদেরও পোস্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফেসবুক ওয়ালে মো. সোহরাব হোসাইন বলেন, আগামী ২ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসমুক্ত, প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও সম্পূর্ণ নকলমুক্তভাবে অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির ভাষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমার এ পোস্টটি বার বার শেয়ার করার জন্য সবাইকে বিশেষভাবে আবেদন করছি।
গত শুক্রবার (৩০ মার্চ) সচিব তার ফেসবুক ওয়ালে ছবিসহ একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আগামী ২ এপ্রিল হতে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসমুক্ত, প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও সম্পূর্ণ নকলমুক্তভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা আশা করছি, এর ফলে প্রশ্নপত্র ফাঁস হবে না।তিনি আরও উল্লেখ করেন, একজন প্রতারক এরই মধ্যে টাকার বিনিময়ে প্রশ্নপত্র নেওয়ার জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছে। এসএসসি পরীক্ষার সময় এ রকম বহু প্রতারককে গ্রেফতার করা হয়েছে। যারা ভুয়া প্রশ্নপত্র দিয়ে, এমনকি কোনও প্রশ্নপত্র না দিয়েই প্রতারণা করে কারও কারও কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এ জঘণ্য অপরাধীদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। আসুন, আমরা আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের আদর্শ দিয়ে সব অসাধু পন্থাকে প্রতিরোধ করি।শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যা ছয়টা ৩৪ মিনিটে দেওয়া একটি পোস্টে তিনি উল্লেখ করেন, ‘প্রশ্নপত্র ফাঁসকারী এবং ক্রয়কারী উভয়ই সমান অপরাধী। আসুন, জাতির মেরুদ-ে আঘাতকারী এ চক্রকে আমরা সবাই মিলে প্রতিহত করি।এছাড়া প্রশ্ন পাওয়া গেলে কিংবা কেউ বেচলে সঙ্গে সঙ্গে ৯৯৯-এ কল করে জানাতে অনুরোধ করেছেন মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, গণ্যমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি সহযোগিতার আহ্বান জানান। সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, প্রতারকদের ফাঁদে পা দিয়ে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। একটি শ্রেণি ফেসবুকে প্রশ্নপত্রের প্রচারণা চালাচ্ছে। তারা সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়কে হেয় করার জন্য মিথ্যে প্রচারণা চালাচ্ছে।’ তবে কেউ কেউ আর্থিক লাভের জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণাও করছে বলে জানান তিনি।