রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোসি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার সরকারি আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনাকে পাওয়া যাচ্ছে না। গতকাল শুক্রবার সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। রথীশ চন্দ্র ভৌমিক বাবু রংপুরের বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)। কোতয়ালি থানা পুলিশ ও তার সুশান্ত ভৌমিক সুবল বিষয়টি নিশ্চিত করেছেন। সুশান্ত ভৌমিক জানান, গতকাল সকাল ৬টার দিকে রেডি হয়ে বাবু সোনা বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। বাবু কোথায় গেছেন সে বিষয়ে কাউকে কিছু বলে যাননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিয়া জানান, মৌখিকভাবে নিখোঁজের অভিযোগ পাওয়ার পর গতকাল রাত থেকে তার সন্ধানের চেষ্টা চলছে।