মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যসেবা দেওয়া ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে বাংলাদেশের নাগরিকত্বের চূড়ান্ত সনদ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে লুসি হেলেনের হাতে সনদ তুলে দেবেন তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৮ ফ্রেব্রুয়ারি বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুসি হেলেনের হাতে ১৫ বছরের জন্য মাল্টিপল ভিসাসহ পাসপোর্ট তুলে দেন। ওইদিন প্রধানমন্ত্রী তাকে স্থায়ীভাবে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া যায় কিনা সে বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেছিলেন। প্রধানমন্ত্রীর আশ্বাসের চারদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
৫৭ বছর আগে অক্সফোর্ড মিশনের একজন কর্মী হিসেবে ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্ট বাংলাদেশে এসেছিলেন। মুক্তিযুদ্ধের সময় যশোরে অবস্থানকালে স্থানীয় একটি ক্লিনিকে যুদ্ধাহতদের স্বাস্থ্যসেবা দিয়েছেন তিনি। স্বাধীনতার পরও বাংলাদেশ ছেড়ে যাননি লুসি। বরিশাল অক্সফোর্ড মিশনে চাকুরি নেন। মৃত্যুর পরও যেন তাকে বরিশালের মাটিতে সমাধিস্থ করা হয়, সেই ইচ্ছাও পোষণ করেছেন লুসি হেলেন।