ডোমারে শতভাগ বিদ্যালয়ে মিড ডে মিল চালু ॥

0
0

নীলফামারীর ডোমারে ১৫৪টি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: উম্মে ফাতিমা বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্দ্যেগে একটি অনুষ্ঠানে শত ভাগ প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষনা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: উম্মে ফাতিমা। তারা বলেন, উপজেলার ৩১ হাজার দুই শত ৬০ জন ছাত্রছাত্রী এ সুবিধা পাবে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমীর হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সন্ধ্যা রানী রায়, নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা রকিবুল ইসলাম।

উল্লেখ্য, গত দুই বছর হতে উপজেলায় শত ভাগ বিদ্যালয়ে মিড ডে মিল চালুর জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ বিভিন্ন কার্যক্রম করে আসছে।

মহিনুল ইসলাম সুজন,বিশেষ প্রতিনিধি॥