গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার এসিআই গ্রুপের এক জিএম সহ ৩ জন নিহত হয়েছে।নিহতরা হলো এসিআই গ্রুপের শ্রীপুরের মুলাইদ এলাকার প্রিমিয়া ফ্ল্যাক্স প্লাস্টিক কারখানার জিএম ও নারানগজ্ঞের বন্দর থানার সাত এস এস রোড এলাকার হাজী আরশাদ আলী ভ’ইয়ার ছেলে মোঃ ফরিদুল ইসলাম (৫৩), ওই কারখানার মানব সম্পদ ও প্রশাসন কর্মকর্তা এবং রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মহিশালবাড়ি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে আসাদুজ্জামান(৩৮) ও মাইক্রোবাসের ড্রাইভার বরিশালের গৌরনদী খাজাপুর পশ্চিম বসাই এলাকার জবেদ আলী হাওলাদারের ছেলে রুবেল(২৯)।
নিহতদের স্বজন,পুলিশ ও এলাকাবাসি জানায়, ঢাকা-ময়মনসিংহ সড়কের গাজীপুরের হোতাপাড়া এলাকায় শ্রীপুরের মাওনাগামী দ্রুতগামী একটি মাইক্রোবাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় মাইক্রোবাসের যাত্রী ওই দুই কর্মকর্তা ও মাইক্রো চালকসহ ৩জন ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও ট্রাকটি আটক করেছে।