ইউপি নির্বাচন: ব্যালট পেপার ছিনতাই, গুলিতে নিহত ১

0
0

ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ স্থানীয় সরকার পর্যায়ে ১৩৩টিতে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে, বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে কুমিল্লার দক্ষিণ শীলমুড়ি ইউপি নির্বাচনে ভোট শুরুর আগেই বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, টাঙ্গাইলের ঘাটাইলে বুধবার দিবাগত রাতে ব্যালটবক্স ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের ১৩৩টি জায়গায় নির্বাচনের ভোটগ্রহণ হয় বৃহস্পতিবার। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ৪৭টি, বিভিন্ন পদে উপনির্বাচন ও স্থগিত নির্বাচন ৭২টি, উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন একটি, পৌরসভা সাধারণ নির্বাচন চারটি এবং বিভিন্ন পদে উপনির্বাচন, স্থগিত নির্বাচন সাতটি রয়েছে। এছাড়া খুলনা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি করে সাধারণ ওয়ার্ডের নির্বাচন হয়েছে। সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এসব জায়গায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই এসব জায়গায় ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এসব জায়গায় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে ভোটকেন্দ্রগুলোতে র্যা ব-পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক আনসার-বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণের সময় নির্বাচনী এলাকাগুলোতে তেমন কোন সহিংসতারা খবর পাওয়া যায়নি। তবে, কুমিল্লার বরুড়া উপজেলার দক্ষিণ শীলমুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর আগেই বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে, বুধবার দিবাগত রাত ৪টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালটবক্স ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় পুলিশের গুলিতে মালেক মিয়া নামের একজন নিহত হয়।

ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় গুলিতে একজন নিহত হয়েছেন।তার নাম আব্দুল মালেক (৪৫)। তিনি গুপ্তবৃন্দাবন গ্রামের নেছার উদ্দিনের ছেলে।পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম জানান, ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছ। কেন্দ্রের ভোট সংখ্যা ২ হাজার ১৪৫। অন্যান্য কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সালাউদ্দিনের নির্দেশে পুলিশ গুলি ছোড়ে জানিয়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, একজন মারা গেছে বলে শুনেছি। তার লাশ পাওয়া গেছে পাশের ফুলবাড়িয়া এলাকায় ময়মনসিংহের মধ্যে। সে পুলিশের গুলিতে মারা গেছে কি না আমরা নিশ্চিত নই।

তিনি আরো বলেন, রাতে একদল দুষ্কৃতিকারী ব্যালট পেপার ছিনতাই করতে আসলে পুলিশ প্রিজাইডিং কর্মকর্তার নির্দেশক্রমে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে কতো রাউন্ড গুলি করা হয়েছে তার হিসেব তিনি দেননি।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মহিউদ্দিন বলেন, ভোরেরাতে অস্ত্র নিয়ে একদল দুষ্কৃতিকারী প্রিজাইডিং কর্মকর্তার রুমে ঢুকে ব্যালট পেপার জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করছিল। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর আক্রমণ করে। খবর পেয়ে এলাকাবাসীও তাদের ধাওয়া করে, এ সময় পুলিশ ১২ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় একজনের নিহত হয়েছেন শুনেছি।জানা গেছে, তিনটি ইউনিয়ন ভেঙে সংগ্রামপুর, সন্ধানপুর, রসুলপুর, ধলাপাড়া, লক্ষ্মীন্দর ও সাগরদীঘি এ ছয়টি ইউনিয়ন গঠন করা হয়। ২০১৬ সালে উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও আইনি জটিলতার কারণে নবগঠিত ও পুনঃগঠিত এ ছয় ইউনিয়নে নির্বাচন ওই সময় করা হয়নি। পরবর্তীতে আইনি বাধা শেষে এ ছয়টি ইউনিয়নে আজ ভোটগ্রহণ চলছে।

দেশের ১৩১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯টি পৌরসভাসহ চট্টগ্রাম ও খুলনা সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ড এবং একটি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়।আজ সকাল ৮টা থেকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।ভোটগ্রহণ উপলক্ষে এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োগসহ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান বাসসকে জানান, ‘বিভিন্ন স্থানে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা, সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ড ও উপজেলায় সাধারণ ও উপ-নির্বাচনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচনী এলাকার ভোটাররা যাতে নির্বিঘেœ ও আনন্দমুখর পরিবেশে ভোটপ্রদান করতে পারেন সে জন্য যাবতীয় ব্যবস্থ গ্রহণ করা হয়।তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে ১জন অফিসারসহ ৩ জন পুলিশ, অস্ত্রসহ ৪জন আনসার এবং অঙ্গীভূত আনসার-ভিডিপি সদস্য ১৩জনসহ সর্বমোট ২০জন নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে। প্রতি ইউনিয়নে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ান আনসারের ২টি করে মোবাইল টিম, বিজিবি ১ প্লাটুন ও র‌্যাবের ২টি করে টিম মোতায়েন রয়েছে। এছাড়া পটুয়াখালী, বরগুনা ও সন্দ্বীপের জন্য ১ প্লাটুন কোস্ট গার্ড সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৭৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

পৌরসভা নির্বাচন উপলক্ষে সাধারণ কেন্দ্রে ৫জন পুলিশ, অস্ত্রসহ ২জন আনসার এবং অঙ্গীভূত আনসার-ভিডিপি সদস্য ১২জনসহ সর্বমোট ১৯ জন মোতায়েন রয়েছে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১জন অফিসারসহ ৬জন পুলিশ, অস্ত্রসহ ২ জন আনসার এবং অঙ্গীভূত আনসার-ভিডিপি সদস্য ১২জনসহ ২০জন মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ান আনসারের সমন্বয়ে মোবাইল টিম ৩২টি, স্ট্রাইকিং ফোর্স ৫টি, ১০ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ১৭টি টিম মোতায়েন রয়েছে। পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে ৩৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলে তিনি জানান।

আসাদুজ্জামান জানান, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাধারণ কেন্দ্রে ২জন পুলিশ, অস্ত্রসহ ২জন আনসার এবং অঙ্গীভূত আনসার-ভিডিপি সদস্য ১০জন ও ১জন গ্রাম পুলিশসহ ১৫ জন মোতায়েন রয়েছে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৩জন পুলিশ, অস্ত্রসহ ২ জন আনসার, এবং অঙ্গীভূত আনসার-ভিডিপি সদস্য ১০জন ও ১জন গ্রাম পুলিশসহ ১৬ জন মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, এপিবিএন ব্যাটালিয়ান আনসারের সমন্বয়ে ১০টি মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ৩টি, ৩ প্লাটুন বিজিবি ও র‌্যাব এর ৩টি টিম মোতায়েন রয়েছে। এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ১০জন এক্সিকিউটিভ ও ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।কমিশন সূত্র জানায়, আজ ৪৭টি ইউপিতে সাধারণ, ৮৪ ইউপির ৯০ পদে উপ-নির্বাচন, চারটি পৌরসভায় সাধারণ, একটি পৌরসভায় মেয়র পদে ও চারটিতে সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন, চট্টগ্রাম ও খুলনা সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ডে উপ-নির্বাচন ও একটি উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।