বিশ^ সাহিত্য কেন্দ্রের সভাপতি প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে দুর্নীতিবাজদের শাস্তির পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের নৈতিক এবং আত্মিক মূল্যবোধকে জাগিয়ে তুলতে হবে।মঙ্গলবার, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’এই প্রতিপাদ্য নিয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮-এর ২য় দিনে আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে আয়োজিত বিতর্ক, রচনা, পোস্টার অংকন ও কার্টুন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে দুর্নীতি দমন কশিনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সভাপতিত্ব করেন।আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, রাষ্ট্রেরই দায়িত্ব ন্যায় সঙ্গত শাসন ব্যবস্থা পরিচালনা করা। শাসন ব্যবস্থায় দুর্বলতা থাকলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়।
দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমের ২টি ধারা ব্যাখ্যা করে তিনি বলেন, একটি হলো দুর্নীতিপরায়নদের শাস্তি প্রদানের ব্যবস্থা করা এবং অন্যটি হলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের নৈতিক এবং আত্মিক মূল্যবোধকে জাগিয়ে ন্যায়-নীতির সমাজ বিনির্মাণ করা। ন্যায়-নীতির রাষ্ট্র চাই, দুদকের এ জাতীয় কর্মসূচিকে দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ সর্বস্তরের মানুষ এক হয়ে দৃঢ় অবস্থান নিতে হবে।
দুর্নীতি দমন কমিশন দুর্নীতিবাজদের বিরুদ্ধে শতভাগ শাস্তি নিশ্চিত করতে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, গত বছর কমিশনের মামলায় প্রায় ৭০ ভাগ সাজা নিশ্চিত করা সম্ভব হয়েছে। কমিশন আগামীতে এমনভাবে কাজ করতে চায়, যাতে প্রত্যেকটি দুর্নীতিবাজের সাজা হয় অর্থাৎ শতভাগ মামলায় সাজা নিশ্চিত হয়। এটা করতে যা যা করণীয় কমিশন তা করবে।তিনি বলেন, কমিশনের একটি নিজস্ব ইন্টিলিজেন্স ইউনিট গঠন করা হয়েছে। এই ইউনিট বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-স্বাস্থ্য, সরকারি পরিষেবা প্রদানকারী সংস্থায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিশ^াসযোগ্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে।তিনি বলেন, দুর্নীতি যেই করুক তাদেরকে শাস্তি পেতেই হবে। আসুন, আমরা সবাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রতিরোধ)ড. মো. জাফর ইকবাল বক্তব্য রাখেন।বিতর্ক, রচনা, পোস্টার অংকন ও কার্টুন প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে ৩৮ জন শিক্ষার্থীকে পুরস্কার বাবদ ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।