গাজীপুরে রিক্সা চালককে হত্যার দায়ে ভায়রার যাবজ্জীবন

0
0

গাজীপুরে এক রিক্সা চালককে হত্যার দায়ে তার এক ভায়রাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রায়ে একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তের নাম মানিক রাজবংশী (৩৮)। সে টাঙ্গাইলের বাসাইল থানার দাহাপাড়া এলাকার সন্তোষ রাজবংশীর ছেলে। গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাইশ এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো মানিক। একই বাড়িতে সপরিবারে ভাড়া থাকতো মানিকের স্ত্রী রাধির খালাতো বোন হিরণ রানী ও তার স্বামী অজয় চন্দ্র দাস। মানিক ও অজয় এলাকায় রিক্সা চালাতো। তাদের দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ২০১৪ সালের ১২ মে সকালে অজয়কে বাড়ি থেকে ডেকে সাতাইশ চৌরাস্তা এলাকায় নিয়ে যায় মানিক। সেখানে নিয়ে অজয়ের মাথায় একটি হাতুড়ি দিয়ে আঘাত করে মানিক। এতে অজয় গুরুতর আহত হয়। স্থানীয়রা হাতুড়িসহ মানিককে আটক করে এবং গুরুতর আহত অজয়কে হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে মানিককে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অজয় ঘটনার তিনদিন পর মারা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী হিরণ বাদী হয়ে টঙ্গী মডেল থানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ওই বছরের ২২ সেপ্টেম্বর মানিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা টঙ্গী মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান। দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষ আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায়ে মানিক রাজবংশীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। রায়ে যাবজ্জীবন সাজার পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও আসামি পক্ষে মোঃ ওয়াহিদুজ্জামান আকন (তমিজ) মামলা পরিচালনা করেন।