স্বল্পোন্নতের কাতার থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের স্বীকৃতি নাচে-গানে উদযাপন চলছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।বৃহস্পতিবার দিনব্যাপী এই উৎসবের শেষ পর্ব সন্ধ্যায় শুরু হয় বঙ্গবন্ধু এভিনিউর স্টেডিয়ামে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।জাতিসংঘের ওই স্বীকৃতি উদযাপনে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা। এই অর্জনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানান তিনি।বিকালে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থার উদ্যোগে কয়েকটি স্থান থেকে শুরু হয় শোভাযাত্রা। বর্ণিল সব শোভাযাত্রা মিলিত হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে হাজারো শিল্পীর পরিবেশনায় সেখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুরুতেই শিশু একাডেমির ক্ষুদে শিল্পীরা উপস্থাপন করে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের মুহূর্ত।শিল্পকলা একাডেমির শিশু দলের দেশাত্মবোধক গানের পর ছিল নৃত্য পরিবেশনা।নন্দনকলা কেন্দ্র, ধৃতি নর্তনালয়, বাফা ছাড়াও শিল্পকলা একাডেমির শিশুরা পরিবেশন করে ঐতিহ্যবাহী ছাতা নৃত্য।নড়াইল থেকে আসা ২৫ জন শিল্পী দেখায় লাঠি খেলা।শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক উপস্থাপনায় তুলে ধরে বাংলার ঐতিহ্য।ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনায় ছিল চাকমা,মারমা, মুরং, তঞ্চগ্যা, হাজং, রাখাইন, ওরাংদের ঐতিহ্যগত নৃত্যের ঝলক। লেজার শোতে ফুটিয়ে তোলা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের উপর নির্মিত প্রামাণ্য চিত্রও দেখানো হয়।আয়োজনে সম্পৃক্ত শিল্পকলা একাডেমির কর্মকর্তারা জানান, জনপ্রিয় শিল্পী রুনা লায়লা, মমতাজ, জেমস ছাড়াও মঞ্চ মাতান ব্যান্ডদল নেমেসিস। সবশেষে থাকবে চাঁপাইনবাবগঞ্জের শিল্পীদের গম্ভীরা পরিবেশনা।বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকও অনুষ্ঠানে ছিলেন।
বৃহস্পতিবার (২২ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিভিআইপি গ্যালারিতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। অতিথি সারিতে উপবিষ্ট প্রধানমন্ত্রীর সঙ্গে তার নাতি-নাতনিকেও দেখা যায়। প্রধানমন্ত্রীর আগমনের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের মূল পর্ব শুরু হয়। এরপর দেখানো হয় উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের পথ পরিক্রমার ওপর করা তথ্যচিত্র, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু বর্তমান সরকারের সুদূরপ্রসারী উন্নয়ন কর্মসূচি তুলে ধরা হয়। তথ্যচিত্রটি প্রদর্শনের পর প্রধানমন্ত্রী ধারণকৃত বক্তৃতায় বলেন, সবার অংশগ্রহণেই উন্নয়নশীল দেশে উত্তরণের এ অর্জন সম্ভব হয়েছে। এ অর্জন আমারে ধরে রাখতে হবে, কোনো মতেই যেন এটা ব্যাহত না হয়, সেজন্য আমি সবাইকে অনুরোধ করছি।এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার দেশে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। সংক্ষিপ্ত বক্তৃতার পর প্রধানমন্ত্রী আনন্দ-উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন। পরে শুরু হয় বর্ণিল আলোর খেলা। আতশবাজিতে রঙিন হয়ে ওঠে বঙ্গবন্ধু স্টেডিয়ামের আকাশ। তারপর চলতে থাকে সংগীতায়োজনসহ নানা পরিবেশনা।এর আগে, বিকেল সাড়ে ৫টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এ আয়োজন। এরপর ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু শিল্পীদের সমবেত পরিবেশনা। আয়োজনের মধ্যে আরও ছিল বাউল গান, নৃত্য এবং অ্যাক্রোবেটিক শো প্রভৃতি। সম্প্রতি এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় জাতিসংঘ। তারপর থেকে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার। দেশের এই অনন্য অর্জন উদযাপনেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনন্দ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।এ উৎসবে যোগ দিতে দুপুরের পর থেকেই সচিবালয়সহ ঢাকার বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা খন্ড খন্ড শোভাযাত্রা করে তাঁদের জন্য নির্ধারিত নয়টি স্থানে জমায়েত হতে থাকেন। তাঁরা উন্নয়নসংক্রান্ত বিভিন্ন স্লোগান-সংবলিত রংবেরঙের টি-শার্ট ও টুপি পরে আসেন।বেলা সোয়া দুইটায় মৎস্য ভবন ও শিল্পকলা একাডেমিসহ আশপাশের এলাকায় গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মকর্তাদের উৎসবমুখর পদচারণ। অনেকে খন্ড খন্ড শোভাযাত্রা নিয়ে এখানে আসেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররাও নিজ নিজ এলাকা থেকে শোভাযাত্রা নিয়ে আসতে থাকেন। ঢাকঢোলসহ বিভিন্ন ধরনের বাদ্যবাজনায় উৎসবের আমেজ ছিল এ এলাকায়। অনেকে ভুভুজেলা বাজাতে বাজাতে আসেন।
মৎস্য ভবনের সামনে দেখা যায়, তেজগাঁওয়ের সরকারি শিশু পরিবারের একদল মেয়ে ব্যান্ডের বাজনা বাজাচ্ছে। এভাবে কিছুক্ষণের মধ্যে ওই এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এরপর বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার অধীন কর্মকর্তা-কর্মচারী আলাদা ব্যানার নিয়ে শোভাযাত্রা শুরু করে জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে এবং নবাব আবদুল গণি রোড দিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দিকে যান। শোভাযাত্রা নৌকাও নিয়েও আসেন কেউ কেউ। ছিল ঘোড়ার গাড়ি। শিক্ষা ভবনের পেছনে ও হাইকোর্টের মাজারসংলগ্ন গেটের সামনের মোড়ে গিয়ে দেখা যায়, দোয়েল চত্বরের দিক থেকে হাজারো মানুষের ¯্রােত আসছে। এই পথ দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারা অধিদপ্তর শোভাযাত্রা নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যায়।এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও এই পথ দিয়ে সচিবালয়ের সামনের রাস্তা দিয়ে স্টেডিয়ামে যান।এখানে দেখা গেল, এনজিও বিষয়ক ব্যুরোর উদ্যোগে বিশাল আকৃতির জাতীয় পতাকা নিয়ে এগোচ্ছেন একদল হিজড়া। বিকেল সোয়া চারটা পর্যন্ত হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী এভাবেই শোভাযাত্রা করে স্টেডিয়ামের দিকে যান। কেউ কেউ অবশ্য তখন ফিরেও আসতে থাকেন। তবে শোভাযাত্রার কারণে ওই এলাকায় যানবাহন চলাচল একপ্রকার বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ পথচারীকে ভোগান্তিতেও পড়তে হয়।