স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ অভিযাত্রার গৌরবোজ্জ্বল মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ-মার্চ ২০১৮’ শীর্ষক একটি স্মারক নোট ইস্যু করেছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সন্মেলন কেন্দ্রে এই স্মারক নোট অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোল্ডার ছাড়া খামসহ নোটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা এবং দৃষ্টিনন্দন ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে স্মারক নোটটি নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে সব শাখা অফিসে পাওয়া যাবে।
নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১৪০ মি.মি বাই ৬২ মি.মি পরিমাপের এ স্মারক নোটের একদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধ, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, বাংলাদেশের মানচিত্র, বাইনারি সংখ্যা মুদ্রিত আছে।নোটের ডানদিকে ওপরের কর্নারে নোটের মূল্যমান ইংরেজিতে ‘৭০’ এবং নিচের কর্নারে বাংলায় ‘৭০’ মুদ্রিত রয়েছে। নোটের অন্য পিঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ওনির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর নকশা মুদ্রিত আছে। ওপরের মধ্যভাগে ইংরেজিতে স্মারক নোটের নাম ‘ডেভেলপিং বাংলাদেশ-মার্চ ২০১৮’ লেখা আছে।নোটের বামদিকে ওপরের কর্নারে ইংরেজিতে স্মারক নোটের মূল্যমান ‘৭০’ এবং বামদিকে নিচের কর্নারে বাংলায় ‘৭০’ মুদ্রিত রয়েছে।