নেয়াখালীর সোনাইমুড়িতে পারিবারিক কবরস্থানে শায়িত হবেন রফিক জামান ও তার পরিবার

0
417

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত রফিক জামান এবং তার স্ত্রী-পুত্রকে নোয়াখালীর সোনাইমুড়িতে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ওই ঘটনা নিহত কয়েকজনের মরদেহ সোমবার আসার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে সনাক্ত হওয়া বাংলাদেশিদের মরদেহ কাঠমান্ডুর একটি হাসপাতালে রাখা হয়েছে। মরদেহগুলোর মধ্যে রয়েছে ঢাকার সোবহানবাগের রফিক জামান রিমু, তার স্ত্রী সানজিদা হক বিপাশা এবং তাদের সাত বছরের ছেলে অনিরুদ্ধ জামান। পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ আসার পর তা নিয়ে যাওয়া হবে আদাবরে, রফিক জামান প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

সেখান কিছুক্ষণ রাখার পর মরদেহ নিয়ে যাওয়া হবে সোবহানবাগ কলোনী মসজিদে। সেখানে জানাজার পর নেয়াখালীর সোনাইমুড়িতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। তার স্ত্রী সানজিদা হক হাঙ্গার প্রজেক্ট নামে একটি এনজিওতে কাজ করতেন। তাদের ছেলে অনিরুদ্ধ ধানমন্ডির অরণি স্কুলে প্রথম শ্রেণীর ছাত্র ছিল। কাজের ব্যস্ততায় পরস্পরকে সময় দিতে পারছিলেন না রফিক জামান এবং সানজিদা হক। তাই বন্ধুদের পরামর্শেই সাত বছরের ছেলে অনিরুদ্ধকে নিয়ে নেপালে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।