নতুন রাইড শেয়ারিং অ্যাপ ‘ওভাই’ ‘ওবোন’

0
0

‘ওভাই’ অ্যাপে গাড়ি-মোটরসাইকেল ছাড়াও মিলবে অটোরিকশা, মাইক্রোবাস , নারী রাইডার মিলবে ‘ওবোন’ অপশনে, সাম্প্রতিক সময়ে চালু হওয়া বেশ কয়েকটি রাইড শেয়ারিং সেবার মধ্যে যুক্ত হলো ‘ওভাই’ নামে আরেকটি নতুন রাইড শেয়ারিং সেবা। ‘ওভাই’ অ্যাপের মাধ্যমে শুধু গাড়ি বা মোটরসাইকেল নয় করছে পাওয়া যাচ্ছে সিএনজি ও মাইক্রোবাসও। এই অ্যাপে নারীদের জন্য রয়েছে ‘ওবোন’ নামের একটি অপশন। এই অপশনে নারীরা পাবেন নারী রাইডারের সেবা।

এই অ্যাপটির মাধ্যমে একজন ব্যবহারকারী ভাড়া পরিশোধ করতে পারবেন নগদ টাকা, কার্ড এবং ‘ওভাই পে’-এর মাধ্যমে। ‘ওভাই পে’ এক ধরনের ওয়ালেট যেখানে একজন ব্যবহারকারী ‘ওভাই’ সেবাটি নেয়ার জন্য টাকা জমা রাখতে পারবেন এবং এর মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবেন। এছাড়াও, যেকোন দুর্ঘটনা বা জরুরী অবস্থার জন্য ‘ইমারজেন্সি কন্টাক্ট’ নামের যে অপশন আছে তার মাধ্যমে ব্যবহারকারী তার যেকোন নির্বাচিত একজনকে জরুরী অবস্থায় খবর দিতে পারবেন। যেকোন অ্যান্ড্রেয়েড বা আইওএস ব্যবহারকারী অ্যাপ স্টোর থেকে ইন্সটল করে কয়েক মুহূর্তেই করে ফেলতে পারেন নিবন্ধন।