যুক্তরাজ্যে রুশ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু

0
0

দক্ষিণ-পশ্চিম লন্ডনে রুশ ব্যবসায়ী নিকোলাই গ্লুশকভের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে সেদেশের পুলিশ। সাবেক রুশ গুপ্তচর স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর মস্কোর নার্ভ গ্যাস হামলার অভিযোগের মধ্যেই যুক্তরাজ্যের পুলিশ এই তদন্ত অভিযান শুরু করেছে। সংবাদমাধ্যম বিবিসি জানায়, ১২ মার্চ ৬৮ বছর বয়সী এই ব্যবসায়ীকে তার নিউ মেলডেনের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদনে ঘাড় সঙ্কুচিত হয়ে গ্লুশকভের মৃত্যুর কথা জানানো হয়েছে।

পুলিশ বলছে, স্যালিসবুরিতে সাবেক গুপ্তচর স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর হামলার সঙ্গে নিউ মেলডেনে নিকোলাই গ্লুশকভের মৃত্যুর কোনো সংযোগ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। এছাড়া ১১ ও ১২ মার্চ নিউ মেলডেনের ক্লারেন্স অ্যাভিনিউতে সন্দেহজনক কিছু দেখা বা শোনা গিয়েছিল কিনা, সে বিষয়ে তথ্য দিতে প্রতিবেশিদের অনুরোধ জানিয়েছেন তারা।

শুক্রবারও গ্লুশকভের বাড়ির চারপাশে পুলিশি তৎপরতা দেখা গেছে। যুক্তরাজ্যে প্রায় এক দশক ধরে বাস করা গ্লুশকভ রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বিমান অ্যারোফ্লোটের সাবেক উপপরিচালক ছিলেন। মুদ্রা পাচার ও জালিয়াতির অভিযোগে ১৯৯৯ সালে তার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছিল। ২০০৬ সালে অন্য এক জালিয়াতির অভিযোগেও তার কারাদণ্ড হয়। ওই রায় স্থগিত হওয়ার পর ২০১০ সালে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পান তিনি। তার বন্ধুদের অভিযোগ, গ্লুশকভ অতীতে রাশিয়াবিরোধী কাজে লিপ্ত ছিল। এছাড়াও তিনি পুতিনের কট্রর সমালোচক ছিলেন। অ্যারোফ্লটের এ সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে রুশ ব্যবসায়ী বরিস বেরেজোভস্কির ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। পুতিন সমালোচক বেরেজোভস্কি ১৯৯৯ সালে যুক্তরাজ্যে চলে আসেন। পরে ২০১৩ সালে নিজ বাড়ির বাথরুমে তার ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছিল। পুলিশ সব সম্ভাবনা মাথায় রেখে তদন্তের কাজ শুরু করেছেন বলে খবর বিবিসির।