রাজবাড়ীতে ২০১৩ সালের সাংবাদিক হত্যার মূল আসামি ফরিদ সরদারকে (২৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একটি শ্যুটারগান, দুই রাউন্ড কার্তুজ ও ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৫ই মার্চ) রাত পৌনে ৯টার দিকে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রাম থেকে ফরিদ সরদারকে গ্রেফতার করা হয়। সে মিজানপুর ইউনিয়নের কালিনগর গ্রামের আমজাদ সরদারের ছেলে।
এসআই মো. নিজাম উদ্দিন আরও বলেন, ‘২০১৩ সালের ৩ আগস্ট বিকালে পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার হাটবাড়িয়ার চরে নদীর তীর থেকে ফোকাস বাংলার আলোকচিত্রী শাহরিয়ার রিমনের (২৫)মরদেহ উদ্ধার করে পুলিশ। রিমন মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের সেলিম রেজার ছেলে। লাশ উদ্ধারের পরের দিন ৪ আগস্ট রিমনের মা রোকসানা বেগম বাদী হয়ে ফরিদ সরদারসহ ছয় জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়,আলোকচিত্রী শাহরিয়ার রিমন হত্যার মূল হোতা ছিল ফরিদ। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে ধরা সম্ভব হচ্ছিল না। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের আমির হোসেনের বাড়ির সামনে নিজের দলের ৪-৫জন সদস্যকে নিয়ে বৈঠক করছিল সে। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একটি শ্যুটারগান, দুই রাউন্ড কার্তুজ ও ১০০পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দলের অন্য সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।