‘বিএনপি থেকে হাজার হাজার নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছে’, আওয়ামী লীগের এমন দাবিকে ভ্রান্ত উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাবিশ, রাবিশ, এটি ডাহ্য মিথ্যা কথা।”
আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জের ঘিউর উপজেলার পাচুরিয়া গ্রামে বিএনপির প্রয়াত নেতা খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারতের পর এ কথা বলেন বিএনপি মহাসচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচনের অর্থ হচ্ছে হচ্ছে আওয়ামী লীগকে আরো পোক্ত করা। সুতরাং জনগণের এই ধরনের নির্বাচনের প্রতি খুব একটা সমর্থন থাকবে না।’
‘আমরাও এই নির্বাচন গুলোতে অংশগ্রহণ করবো কিনা-এটা আমাদেরকে ভেবে দেখতে হবে। বর্তমান যে পরিবেশ-পরিস্থিতি আছে ও অবস্থা বিরাজ করছে তাতে বর্তমানে নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই।’
পাঁচ সিটি করপোরেশন জুলাই মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা সরকার বিএনপিকে চাপে রাখার জন্য করছে কি-না এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার, এই সরকারের তৈরি করা যে নির্বাচন কমিশন, এদের লক্ষ্য একটাই। লক্ষ্যটা হচ্ছে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসানো এবং এক দলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করা। এই নির্বাচন কমিশন যে সরকারের ইচ্ছাগুলোর প্রতিফলন ঘটাবে এটাতে আমরা কোনো অবাক হচ্ছি না।’
‘দেশের এখন বড় সংকট কী? সবচেয়ে বড় সংকট হচ্ছে দেশে গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, মানুষের মানবাধিকার নেই। এই বিষয়গুলো এড়িয়ে শুধু নির্বাচন করলেই গণতন্ত্র হয় না, গণতন্ত্র হবে না। সেই কারণে আমরা মনে করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে, সব দলের সমান অধিকার দেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে আমরা মনে করি না।’