নাফ নদ থেকে ৫৪ কোটি ৬০ লাখ টাকার ১৮ লাখ ইয়াবা উদ্ধার

0
0

কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে ১৮ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৫৪ কোটি ৬০ লাখ টাকা। আজ শুক্রবার ভোররাতে নাফ নদের দমদমিয়ায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।বিজিবি এ পর্যন্ত ইয়াবার যত চালান জব্দ করেছে, এর মধ্যে এটি সবচেয়ে বড় চালান।

বিজিবি টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে দমদমিয়া এলাকার নাফ নদে অভিযান পরিচালনা করা হয়। এতে বিজিবির দুটি টহল দল অংশ নেয়।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে নদীতে পাচারকারীরা নৌকা থেকে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার এবং একজনকে আটক করা হয়।। পরে সেখান থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া সকালে দমদমিয়ার একটি চেকপোস্ট থেকে ৮২৬ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয় বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান।