দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য নাগরিকদের প্রতি ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। ভোটারদের উদ্দেশে দেয়া এক বিশেষ ভাষণে পুতিন বলেন, প্রিয় দেশবাসী, ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে রোববার ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দিন। আমাদের মহান ও প্রিয় দেশ রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। পুতিন বলেন, রাশিয়ার সংবিধানে বলা হয়েছে, দেশের ক্ষমতার একমাত্র উৎস হচ্ছে জনগণ এবং ‘রাশিয়া ও আমাদের শিশুর ভবিষ্যৎ রাশিয়ার প্রত্যেক নাগরিকের ইচ্ছার ওপর নির্ভর করছে।
প্রসঙ্গত, রোববার অনুষ্ঠেয় এ নির্বাচনে পুতিন অপর সাতজন প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয়লাভ করবেন বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে। সূত্র: সিনহুয়া