তোমার আমি/আমেনা ফাহিম
আমি ঠোটে লাল লিপস্টিক
আর চোখে কাজল পরি বলে
তুমি কখনই দেখতে পাওনি
আমার চোখের রক্ত
ঠোটের রক্ত শুকিয়ে গেছে,,,
একাকি কাঁদি বলে
তুমি কখনই শুনতে পাওনি
আমার কান্নার শব্দ,,,
কপালের নিল টিপে
বেদনাগুলো লুকাতে গিয়ে
কতবার বিষাদের দহনে
পুরে ছাই হয়েছি
তুমি কখনই বোঝনি।।।।
বুকের ডান পাজরে
মাঝে মাঝে কেমন যেন
অদ্ভুত একটা ব্যথা লাগে,,,
মনে হয় হাতুরি দিয়ে
কেউ আমায় আঘাতের পর
আঘাত করেই যাচ্ছে,,,,,
পাজরের সাধ্যতা
বোধহয় আর নেই,,,,
কখনও জানতে চাওনি
কিসে আমার যাতনা।।।
জানালার ভেজা কাঁচে
স্বপ্ন সেঁজেছিল,,,,
স্বপ্নঘোরে জিবন পেল
মৃত্যুপথের দিশা
আখি খুলে দেখি
সুখের ছড়াছড়ি,,,,,,
সুখ যে আমার সহেনা
কিসে আমার সুখ তুমি
কখনও বুঝতেও চাওনি।