পাবনার ঈশ^রদী উপজেলা বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপি শতবর্ষ পূর্তি উৎসবের অনুষ্ঠান শুরু হয়েছে। শনিবার উদ্ধোধনী অনুষ্ঠানের প্রথম দিন শিক্ষক-শিক্ষাথী, কৃষাণ-কৃষাণী, চাকুরিজীবি, ব্যবসায়ী উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়। সকালে জাতীয় ও শতবর্ষপূর্তি উৎসবের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় আনুষ্ঠান। এরপর মুক্তিযুদ্ধে শহীদ ও বিভিন্ন সময়ে প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। নবীন স্কাউটদের কুচকাওয়াচ প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় আনন্দ আড্ডা। নবীন-প্রবীণ শিক্ষার্থীরা মিশে যান পুরনো বন্ধুদের সঙ্গে।
স্মৃতিচারণ পর্বে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বশির আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী শামসুর রহমার শরীফ ডিলু এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক, জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান ও ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার প্রমুখ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশনের চেয়ারম্যান মতলেবুর রহমান।
শামসুর রহমার শরীফ ডিলু এমপি বলেন, বিদ্যালয়টি শতবর্ষের বহু ইতিহাস নিয়ে এগিয়ে চলছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাষা আন্দোল, মুক্তিযুদ্ধসহ বহু আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করে দেশের জন্য কাজ করেছেন। অনেকেই স্ব স্ব ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমরা তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে এ বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্ম দেশ ও জাতীর কল্যানে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্মৃতিচারণ পর্ব শেষে নবীন-প্রবীণ শিক্ষার্থীরা ব্যাক্তিগত আড্ডায় মিলিত হন। একে অপরের সঙ্গে সুখঃ দুখের আলোচনা ও হাসি আড্ডায় সময় কাটান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্যদিয়ে প্রথমদিনের অনুষ্ঠান শেষ করা হয়। রোববার দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান।
বিদ্যালয়টির আদি নাম ছিল মোহিনী পন্ডিতের পাঠশালা। ১৯১৭ সালে বিদ্যালয়টিকে বাঁশেরবাদা মিডিল ইংলিশ স্কুল (এম.ই) স্কুল নামকরণ করা হয়। তখন অষ্টম শ্রেনী পর্যন্ত পড়ানো হতো। ১৯৬৫ সালে বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয় নাম দিয়ে দশম শ্রেনী পর্যন্ত পাঠদান শুরু হয়।