নওগাঁর ধামইরহাটে গাছ থেকে পড়ে গাছের চাপায় আদিবাসী যুবক মারা গেছে। জানা গেছে,গতকাল শুক্রবার বিকেলে ধামইরহাট পৌরসভার অন্তর্গত দক্ষিণ চকযদু মাহালীপাড়া গ্রামের পাউলুস হেমরম (২৬) বাড়ীর পার্শে বনবিভাগের রোপিত বাগানে খড়ির জন্য গাছের মরা ডাল নেয়ার জন্য গাছে ওঠে। পরবর্তীতে ওই গাছের গোড়া দূর্বল থাকায় গাছে চড়া মাত্র একটি আকাশমনি গাছ উপরে পাউলুসের উপর পড়ে। বুকে প্রচন্ড আঘাত পাওয়ায় তার মুখ,কান ও নাক দিয়ে রক্ত বের হয়। এলাকাবাসী পাস্কায়েল হেমরম জানান, গুরুত্বর জখমী পাউলুসকে প্রশতে ধামইরহাট হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে পতœীতলায় তার মৃত্যু হয়। পাউলুস মৃত ফিলিপ হেমরমের ছেলে। গত ৮ মাস আগে সে বিবাহ করেছে। ঘরে তার একমাত্র অন্তসত্তাঃ স্ত্রী রয়েছে। এ ঘটনায় আদিবাসী ওই পল্লীতে শোকের ছায়া নেমে এসেছে।