মৃত্যুর ভুয়া খবরে ভীষণ চটেছেন ওমর সানি

0
161

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ওমর সানি মারা গেছেন বলে বিভ্রান্তি তৈরি করার জন্য একটি অনলাইন পোর্টালের ওপর ভীষণ চটেছেন ওমর সানি। সেই অনলাইন পোর্টালে খবর প্রকাশ হয় ওমর সানি মারা গেছেন। এরপর এক ভিডিও বার্তায় ওমর সানি নিজেই তার সুস্থ থাকার কথা জানান।

শুক্রবার বিকেল পৌনে ৪টায় আবারও ফেসবুক লাইভে এসে ওমর সানি বলেন, ‘সবাইকেই মরতে হবে। যারা এমন মিথ্যা সংবাদ প্রকাশ করেছে তাদেরকেও মরতে হবে। আমি ভেবেছিলাম আইনের আশ্রয় নেবো। কিন্তু মৌসুমী আমাকে বললো, থাক এটা নিয়ে কিছু বলার দরকার নাই।’

তিনি আরও বলেন, যারা ইউটিউব, ফেসবুক আর এসব ভূয়া অনলাইন পোর্টালের নিবন্ধন দেন বা তাদের নিয়ন্ত্রণ করেন তাদের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ এগুলো যেন বন্ধ করা হয়।’এসময় একটি অনলাইন পোর্টালের নাম ধরে ওমর সানি বলেন, ‘এই পোর্টালটি বন্ধ করার দাবি করছি। নয়তো এমন কাজ যদি তারা করতেই থাকে আমি আইনের আশ্রয় নেবো।’অসুস্থতা নিয়ে ওমর সানি বলেন, ‘আমি এখন সুস্থ আছি। গত সোমবার আমার বন্ধু ডা. সাইফুলের কাছে গিয়েছিলাম নিয়মিত চেকআপ করতে। তারা আমাকে এনজিওগ্রাম করতে বলে। পরে চারটা ব্লক ধরা পড়ে। সেখানে রিং পরানো হয়েছে। এখন আল্লাহর রহমতে বেশ ভালো আছি।’এদিকে ছোট পর্দায় প্রায় ৬০টির মতো নাটক প্রযোজনা করেছেন ওমর সানি। তার হাত ধরে অনেক পরিচালক-শিল্পীর তৈরি হয়েছে। চলচ্চিত্র অঙ্গনের মানুষ তার খোঁজ খবর নিলেও টেলিভিশন মিডিয়ার কেউ খোঁজ নেননি।এ নিয়ে ওমর সানি বলেন, আমার কারো উপর কোনো অভিযোগ নেই। তবে এমন একটি সময়ে কেউ খোঁজ-খবর নিলে ভালো লাগতো।