বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার অশান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তৎক্ষণিক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় দলের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার নিন্দা জানিয়ে আগামী শনিবার ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু বিরোধী দলকে তাদের গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দেয় না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নাকি বাধা দেন না। অথচ আজকের আমাদের চেয়ারপারসনের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। কর্মসূচি পন্ড করে দিয়েছে।সরকার নিজেরাই অশান্তি সৃষ্টি করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসনকে সাজা দেওয়ার পর থেকে প্রতিটি কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে করছি। এই দেখে আওয়ামী লীগের গাত্রদাহ হচ্ছে। তাই আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে অশান্তির সৃষ্টি করছে।
গত কয়েক দিনে গ্রেপ্তার হওয়া নেতাদের নাম উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমাদের ছাত্রদলের নেতা রাজকে যেভাবে গ্রেপ্তার করেছে, তা পৃথিবীর কোথাও করা হয় না। এটা শুধু হিটলারের সময়ে হয়েছে। আমাদের সামনে থেকে কাপড়চোপড় ছিঁড়ে তাঁকে নিয়ে গেছেন। এ ছাড়া গত পরশু প্রোগ্রাম শেষে শফিউল বারী বাবুকে প্রেসক্লাবের ভেতর থেকে পিস্তল উঁচিয়ে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর আচরণে দেশে ভীতির পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই যে ব্যবস্থা সরকার সৃষ্টি করল, তা থেকে ফিরে আাসা খুবই দুরূহ ব্যপার হয়ে দাঁড়াবে।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য আবদুস সালাম প্রমুখ।এর আগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি পুলিশি বাধার মুখে পন্ড হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।