বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা উত্তর মহানগরীর সভাপতি মিজানুর রহমান রাজকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর প্রেসক্লাব সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে তাকে আটক করা হয়। এদিন মিজানুর রহমানকে আটক করতে গেলে দলের সিনিয়র নেতাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তিতে বিএনপির কয়েকজন সিনিয়র কয়েকজন নেতা আহত হন। পরে চলমান এ অবস্থান কর্মসূচি নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে বেলা পৌনে ১২টায় পণ্ড হয়।