সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক হরিপদ কুমার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ ফয়জুল হাসানের ১০ দিনের রিমান্ড আবেদন করে। মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফয়জুলকে আদালতে নিয়ে আসার আগে থেকে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে আদালতে নিয়ে আসা হয়।এদিকে ফয়জুল হাসানের রিমান্ড শুনানির সময় তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এ ব্যাপারে সিলেট বারের সাবেক সভাপতি রুহুল আনাম চৌধুরী মিন্টু বলেন, ফয়জুল হাসান একজন জনপ্রিয় শিক্ষকের ওপর হামলা করায় তাঁর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।গত ৩ মার্চ শনিবার বিকেলে শাবিপ্রবির মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাফর ইকবাল। তখন মঞ্চে জাফর ইকবালের পেছনে দাঁড়িয়ে ছিলেন ফয়জুল, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্য। হঠাৎ ছুরি নিয়ে জাফর ইকবালের ওপর হামলা চালান ফয়জুল। উপস্থিত ছাত্ররা ফয়জুলকে ধরে পিটুনি দেন। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে শিক্ষা ভবনের একটি কক্ষে রাখেন।
ফয়জুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার কলিয়ার কাপনপুরে। ঘটনার দিন রাতেই ফয়জুলের বাসায় তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে তাঁর মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানকে আটক করা হয়। এ ছাড়া গ্রামের বাড়ি থেকে চাচা আবদুল কাহার (৫৫) আটক করেন র্যাব-৯-এর সদস্যরা। ৪ মার্চ রোববার রাতে ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান ও মা মিনারা বেগমকে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে আটক করে পুলিশ। পরে মামা ও চাচাকে ছেড়ে দেওয়া হয়।৪ মার্চ বিকেলে ফয়জুল হাসানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এর পর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।হামলার ঘটনায় শাবিপ্রবি প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। তাঁরা ৩ মার্চ মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে মুঠোফোন নিয়ে ব্যস্ত ছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে।