গাজীপুরের বাঘের বাজারে কাদের মোশারফ নিট কম্পেজিট (স্পিনিং) মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা প্রায় ৬ঘন্টা চেষ্টার পর বৃহষ্পতিবার আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে বিকেল পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করছিল ফায়ার সার্ভিসের কর্মীরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান ও স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকাস্থিত মোশারফ নিট কম্পেজিট (স্পিনিং) মিলের বিশাল আকৃতির গুদামে বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে আগুনের সূত্রাপাত হয়। প্রায় ত্রিশ হাজার বর্গফুট আকৃতির একতলা টিন শেডের ওই গুদামে বিপুল পরিমান কাঁচা তুলা ও সিনথেটিক ফাইবার রাখা ছিল। গুদামে সিনথেটিক ফাইবার থাকায় আগুনের লেলিহান শিখা মুহুর্তেই পুরো গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, টঙ্গী, শ্রীপুর ও ভালুকার ফায়ার স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৬ঘন্টা চেষ্টার পর বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে বিকেল পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিল ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে গুদামসহ বিপুল পরিমাণ সিনথেটিক ফাইবার, কাঁচা তুলা এবং বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। গুদামে বিদ্যুৎ সংযোগ ছিল না। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।