লালনের দর্শন, মানবিক উপলব্ধি এবং সংগীত সাধনা আমাদের জন্য অনন্য আশির্বাদ। ফকির লালন শাহ বেঁচে থাকা অবস্থায় ভক্তদের নিয়ে দোল পূর্নিমা তিথিতে সাধুসঙ্গের ডাক দিতেন। আগামীকাল ২ মার্চ পূর্ণিমা তিথিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘সাধুসঙ্গ’। মরমী সাধক বাউল স¤্রাট ফকির লালন শাহ-এর স্বরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পপ্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হবে সন্ধা ছয়টায়। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন শেষ হবে রাত দশটায়।
অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করবেন কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পী আনু ফকির, শাহাদাৎ ফকির, আব্দুল কুদ্দুস, বিধান শাহ্ ও আকলিমা ফকিরানী। এছাড়াও বিশিষ্ট বাউল শিল্পীদের মধ্যে শিল্পী গোলাপী, হামিদা পারভীন, রাজ্জাক বাউল, সমীর বাউল, শরীফ সাধু ও বাশারসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল দল। সাধুসঙ্গের এই আয়োজনে বাউল সংগীত পরিবেশন করবেন।