দেশের মানুষের ভোটের ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে দানব আজ চেপে বসেছে, তাকে ঐক্যবদ্ধভাবে পরাজিত করতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক অধিকার মঞ্চ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে, মানুষের গণতান্ত্রিক ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন করতে হবে। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করব।
খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে শুধু কারাবন্দিই করা হয়নি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এখন তাঁর জামিনও বিলম্বিত করা হচ্ছে।গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে বিএনপিকে দুর্নীতিপরায়ণ দল বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন মির্জা ফখরুল।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমরা কার কাছে খালেদা জিয়ার মুক্তি চাইব? যারা দেশের প্রধান বিচারপতিকে বন্দুকের জোরে পদত্যাগ করতে বাধ্য করে। আমরা তাই কারো কাছে বিচার চাই না। আমরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে আনব।প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, নিপুণ রায় চৌধুরী।