♦এলোমেলো ভালোবাসা ♦
প্রেম শুধুই কি রাসায়নিক বিক্রিয়া?
আজ বিয়াল্লিশ সুখবসন্ত পার করে পেয়েছি কি তার দেখা?
ভালোবাসার লোভ আমায় সম্মোহিত বিমোহিত করে!
তবে কেন ভালোবাসা আজ বিবর্ণ!
কেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে ব্যাথিত
অনুশোচনায় জ্বলে মরি;
কেন এখনো স্মৃতির অনলে পুড়ে মরি!
আমার সাদাকালো ভাবনার মাঝে
কেন বার বার আসো ফিরি?
আমি এখনো গ্রীক দেবীদের সৌন্দর্যময়
মাদকতার নৈঃশব্দে স্বপ্নিল আবেশে….
তোমাকেই ভালোবাসি…
তুমিময় অমীমাংসিত ভালোবাসা বয়ে চলি…
অনন্তের পথে..!
তবে কেনো আজ তোমার চারপাশে
ভালোবাসা প্যাকেট বন্দি হয়ে ছড়িয়ে ছিটিয়ে
শরীরে ভাজে ভাজে…?
ভালোবাসা আসলে এলোমেলো শব্দের জলসিঁড়ি
ঐ দূর আকাশের বাঁকা চাঁদ;
কুকুরের পাশে শুয়ে নর্দমায় চিৎকার করা সদ্য
জন্মানো শিশু…..
হাজার বছর ধরে বয়ে বেড়ানো নির্লজ্জতা!
আজ অতি আধুনিকতায়…..
এভাবেই ভালোবাসার পরিচয়।
_____জাহিদ শরীফ নাসিম।।
ঢাকা:২৭-০২-২০১৮ ইং।